Bank FD Interest Rate: এই ব্যাঙ্কগুলো এখনও ৯.১০% পর্যন্ত সুদ দিচ্ছে, FD থেকে লাভ তুলতে চাইলে একবার ভেবে দেখতে পারেন
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Bank Fixed Deposit Interest Rate: যাঁরা এফডিতে বিনিয়োগ করে ভালো রিটার্ন চান, তাঁদের জন্য সুখবর! এখনও কিছু ব্যাঙ্ক ৯.১০% পর্যন্ত সুদ দিচ্ছে। জেনে নিন কোন ব্যাঙ্কে কত সুদ পাওয়া যাচ্ছে এবং বিনিয়োগের উপযুক্ত সময় এখনই কিনা।
advertisement
advertisement
এখনও ৯.১০% পর্যন্ত সুদযদিও রেপো রেট কমানো হয়েছে, তবুও কিছু স্মল ফিনান্স ব্যাঙ্ক এখনও প্রবীণ নাগরিকদের ৮%-এর বেশি সুদ দিচ্ছে। যেমন, ইউনিটি স্মল ফিনান্স ব্যাংক ৯.১০% পর্যন্ত সুদ দিচ্ছে। অন্য দিকে, নর্থইস্ট এসএফবি ৯%, সূর্যোদয় ৮.৮০%, উৎকর্ষ ৮.৭৫% এবং ইকুইটাস, জন, উজ্জীবনের মতো ব্যাঙ্ক ৮.৫৫% পর্যন্ত সুদ দিচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
[caption id="attachment_2200266" align="alignnone" width="1200"] স্মল ফিনান্স ব্যাঙ্ক কি নিরাপদ?অনেকের মনেই এই প্রশ্ন জাগে যে স্মল ফিনান্স ব্যাঙ্ক কতটা নিরাপদ? উত্তর হল- সম্পূর্ণরূপে! এই ব্যাঙ্কগুলোও আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের সমস্ত ব্যাঙ্কিং নিয়ম তাদের জন্যও প্রযোজ্য। শুধু তাই নয়, এই ব্যাঙ্কগুলো ডিআইসিজিসির আওতায়ও রয়েছে, অর্থাৎ, এফডিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত (মূল+সুদ) নিরাপত্তা নিশ্চিত করা হয়।</dd>
<dd>[/caption]
advertisement
উচ্চ রিটার্ন লাভের সুযোগ এখনও আছেফিক্সড ডিপোজিটে টাকা খাটাতে চাইলে তাই একটা বিষয় বুঝতে হবে যে, উচ্চ সুদের হার হয়তো আর খুব বেশি সময় ধরে দেওয়া হবে না। রেপো রেট কমানোর পর ব্যাঙ্কগুলো শীঘ্রই সুদের হার কমাতে পারে। তাই এটি বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য ৯% পর্যন্ত সুদের হারে ফিক্সড ডিপোজিটে টাকা খাটানোর এবং তাঁদের ভবিষ্যতের আয় সুরক্ষিত করার একটি সুবর্ণ সুযোগ তো বটেই!









