Orange Cultivation : নিজের বাড়িতে কমলা লেবু ফলিয়ে সাড়া ফেলে দিলেন পুরুলিয়ার গৃহবধূ
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Orange Cultivation: নিজের বাড়িতে ফলিয়েছেন সারি সারি কমলা লেবু। কোথাও সবুজ তো কোথাও হলদে গোল আকৃতির কমলালেবু।
পুরুলিয়া : দার্জিলিং বা নাগপুর নয় জঙ্গলমহল পুরুলিয়াতে ফলছে কমলালেবু। রুক্ষ লালমাটি জেলা পুরুলিয়া। আর এই জেলাতে কমলালেবু চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরুলিয়ার গৃহবধূ অর্চনা রায়। পুরুলিয়ার মানবাজারের ইন্দোকুড়ি চড়কির বাসিন্দা অর্চনা রায়। পেশায় তিনি একজন ফিজিওথেরাপিস্ট। গাছ লাগানো তার নেশা। আর এই নেশাতেই তিনি নিজের বাড়িতে ফলিয়েছেন সারি সারি কমলা লেবু। কোথাও সবুজ তো কোথাও হলদে গোল আকৃতির কমলালেবু।
ঝলমল করছে গোটা গাছ। আর সেই কমলালেবু দেখতে তার বাড়িতে হাজির উদ্যান পালন দফতরের আধিকারিক। এ বিষয়ে ওই গৃহবধূ অর্চনা রায় বলেন , তিনি পেশায় ফিজিওথেরাপিস্ট তাই সপ্তাহে তিন দিন মানবাজারের একটি মেডিকেলে চেম্বার করেন তিনি। এছাড়াও বিভিন্ন জায়গায় রোগী সামলান। গাছ লাগানো সম্পূর্ণই তার নেশা।
advertisement
advertisement
আর এইনেশার বসেই তিনি কমলালেবু গাছ লাগিয়ে তার পরিচর্যা করে কমলালেবু ফলিয়েছেন। কোনও সরকারি প্রশিক্ষণ তিনি নেননি। এই গাছ তার বাবার হাতে লাগানো। সেটা কি পরিচর্যা করে তিনি এত ভালো ফলন পেয়েছেন।এ বিষয়ে উদ্যান পালন দফতরের আধিকারিক অসীম মিশ্র বলেন , পুরুলিয়ার আবহাওয়া ও জলবায়ু কমলালেবু ফলনের জন্য উপযোগী নয়। সেই কারণে উদ্যান পালন দফতর থেকে কমলালেবুর চারা প্রদান করা হয় না। অনেকেই শখে এই চাষ করে থাকেন।
advertisement
এই জেলায় বিকল্প চাষ খুব একটা হয় না। কারণ এই জেলায় আবহাওয়া অনেকটাই অন্যরকম। আর সেখানেই কমলালেবু ফলিয়ে রীতিমতসাড়া ফেলে দিয়েছেন পুরুলিয়ার গৃহবধূ অর্চনা রায়। তার এই সাফল্যে খুশি পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 7:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Orange Cultivation : নিজের বাড়িতে কমলা লেবু ফলিয়ে সাড়া ফেলে দিলেন পুরুলিয়ার গৃহবধূ