Money Making Ideas: এই শিল্পের জন্য হাল ফিরেছে গোটা গ্রামের, জানেন কী সেই শিল্প?
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Money Making Ideas: বর্ধমানের এই গ্রামে শুরু হয়েছে এক বিশেষ কাজ। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজে হাত লাগিয়েছেন মহিলারাও।
পূর্ব বর্ধমান: শীত পড়তেই পূর্ব বর্ধমানের এই গ্রামে শুরু হয়েছে এক বিশেষ কাজ। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজে হাত লাগিয়েছেন মহিলারাও। আর তাদের এই সকল জিনিস পাড়ি দিচ্ছে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে। বিগত বেশ কয়েক বছর ধরে এটাই পূর্ব বর্ধমানের এই গ্রামের চেনা ছবি। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটি গ্রাম হল শান্তিনগর। কেতুগ্রামের এই গ্রাম জুড়ে এখন চলছে বালাপোষ তৈরির কাজ। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই হচ্ছে এই কাজ। গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে প্রায় প্রত্যেক বাড়ির উঠানে বালাপোষ তৈরিতে ব্যস্ত শিল্পীদের।
হাতে সুচ, সুতো নিয়ে বালাপোষ সেলাই করতে ব্যস্ত সম্পূর্ণ গ্রামের শতাধিক শিল্পী। শান্তিনগর গ্রামের বাসিন্দা মিতালি বিশ্বাস জানিয়েছেন, “কাপড়, তুল দিয়ে সেলাই করে আমরা বালাপোষ তৈরি করি। গ্রামের প্রায় ৭০০ থেকে ৭৫০ পরিবার এই কাজ করে। একটা বালাপোষ সেলাই করে আমরা ৯০ টাকা মজুরি পাই। ঝাড়খন্ড, বিহার সহ আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই জিনিস যায়।”শীতকালে লেপ, কাঁথা , কম্বল, ব্ল্যাঙ্কেটের চাহিদা থাকে তুঙ্গে। তবে একেবারে কমে যায়নি বালাপোষের চাহিদা। বর্ধমানের শান্তিনগর গ্রামে এখনও তৈরি হয় বালাপোষ।
advertisement
advertisement
এখানকার বেশিরভাগ মহিলা যুক্ত রয়েছেন এই কাজের সঙ্গে। বালাপোষ তৈরি করেই তারা অর্থ উপার্জন করেন। স্থানীয়দের কথায়, এই বালাপোষের জন্যই হাল ফিরেছে গ্রামের। এখানকার বালাপোষের ভাল কদর রয়েছে। রাজ্য ছাড়িয়ে এখন ভিন রাজ্যেও পাড়ি দেয়। বিহার, ঝাড়খণ্ড সহ আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় যায় এই বালাপোষ। গ্রামের বাসিন্দা উন্নতি বিশ্বাস বলেন, “এই কাজ করে আমাদের মহিলাদের অনেক উপকার হয়েছে। সংসারের হাল ফিরেছে এই কাজের জন্য। আমি নিজে একটা টিভি কিনেছি, বাড়ি করার সময় বেশ কিছু টাকাও দিয়েছি। এছাড়া ছেলেমেয়েদের পড়াশোনার খরচ এই কাজ করেই চালায়।”
advertisement
গ্রামের মহিলারা সংসারের যাবতীয় কাজ সামলানোর পরে বেশিরভাগ সময় যুক্ত থাকেন বালাপোষ তৈরির কাজে। আর এইসময় শীতের মরশুম শুরু হতেই ব্যস্ততা আরও বেড়েছে।শান্তিনগর গ্রামের বহু বছরের পুরানো এই শিল্প। শীত এলেই চাহিদা বাড়ে শিল্পীদের। সম্পূর্ণ গ্রামের শতাধিক মানুষ যুক্ত রয়েছেন এই শিল্পের সঙ্গে। গ্রামের পুরুষরাও মহিলাদের এই কাজে অনেক সাহায্য করেন। এই বালাপোষ শিল্পের জন্যই বর্তমানে জনপ্রিয় বর্ধমানের শান্তিনগর গ্রাম।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 7:17 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: এই শিল্পের জন্য হাল ফিরেছে গোটা গ্রামের, জানেন কী সেই শিল্প?