Post Office Schemes: পোস্ট অফিসের ধামাকাদার স্কিম ! মাত্র ১ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন বিনিয়োগ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Post Office Dhamaka Schemes: নিরাপদ আয় চান? পোস্ট অফিসের এই সরকারি স্কিমে মাত্র ₹১,০০০ বিনিয়োগেই পেতে পারেন গ্যারান্টিযুক্ত মাসিক আয়। জানুন সুদের হার, মেয়াদ ও বিনিয়োগের সম্পূর্ণ তথ্য।
advertisement
advertisement
advertisement
পোস্ট অফিস মাসিক আয় স্কিম (POMIS) একটি নিরাপদ সরকারি বিনিয়োগ প্রকল্প, যেখানে আপনি টাকা জমা করে প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদ থেকে আয় করতে পারেন।এই স্কিমটি বিশেষভাবে উপযুক্ত তাঁদের জন্য, যাঁরা ঝুঁকিমুক্তভাবে নিয়মিত মাসিক আয় চান।মূলত বয়স্ক ব্যক্তি, পেনশনভোগী ও গৃহিণীরা এই স্কিমে বিনিয়োগ করে স্থির আয়ের সুবিধা পান।
advertisement
advertisement
যদি কেউ সিঙ্গেল অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা জমা করেন, তবে বার্ষিক ৭.৪% সুদের হারে তিনি প্রতি মাসে প্রায় ৫,৫৫০ টাকা আয় করতে পারবেন ৷অন্যদিকে, যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে প্রায় ৯,২৫০ টাকার সুদ পাওয়া যাবে।এই স্কিমের মেয়াদ ৫ বছর। এই সময়ের মধ্যে মূল টাকা তোলা যায় না, তবে প্রয়োজনে কিছু শর্তসাপেক্ষে আংশিক অর্থ তোলার অনুমতি রয়েছে।যদিও এই প্রকল্পে কোনও কর সুবিধা (Tax Benefit) নেই, তবুও এটি সরকারি গ্যারান্টিযুক্ত, তাই সম্পূর্ণ নিরাপদ বলে ধরা হয়।
advertisement
advertisement
এই প্রকল্পের অন্যতম বড় সুবিধা হল —এতে কোনও লুকানো চার্জ বা ফি (Hidden Fees) নেই।বিনিয়োগকারীর টাকা সম্পূর্ণ সরকারি নিরাপত্তার আওতায় থাকে।যাঁরা শেয়ারবাজারের ঝুঁকি থেকে দূরে থাকতে চান এবং প্রতি মাসে নিশ্চিত ও স্থায়ী আয় (Fixed Monthly Income) চান, তাঁদের জন্য এই পোস্ট অফিস স্কিমটি একেবারে আদর্শ বিকল্প।
