Jaldapara: ফুটবল খেলার এমন দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে! পা ও শুড় দিয়ে ফুটবল খেলে রীতিমত পাকা প্লেয়ার হয়ে উঠছে জলদাপাড়ার কুনকি হাতি চৈতির তিন মাসের সন্তান। চৈতির সন্তানকে ঘিরেই এখন মাতোয়ারা জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং সেন্ট্রাল পিলখানা
Last Updated: November 11, 2025, 15:36 IST