Not Paying Credit Card Bills: ক্রেডিট কার্ডের বিল না দিলে ব্যাঙ্ক পুনরুদ্ধারের জন্য যা যা করতে পারে জানলে অবাক হয়ে যাবেন !
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Credit Card Bills Pending: ক্রেডিট কার্ডের বিল সময়মতো না দিলে ব্যাঙ্ক নানা উপায়ে টাকা উদ্ধার করে। কলেকশন এজেন্সি থেকে শুরু করে আইনি পদক্ষেপ পর্যন্ত কী কী হতে পারে জেনে নিন।
আজকাল ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ক্রেডিট কার্ডগুলি অসংখ্য সুবিধা প্রদান করে এবং এই কারণেই সাধারণ নাগরিকরাও ক্রমশ এগুলি গ্রহণ করছেন। সবচেয়ে বড় কথা, ক্রেডিট কার্ড এক ধরনের আর্থিক স্বাধীনতা প্রদান করে থাকে। অনেক সময়েই এমন হয় যে হাতে টাকা নেই, তখন ব্যয় নির্বাহ করার ক্ষেত্রে ক্রেডিট কার্ড অতীব কাজে আসে।
advertisement
সেই জন্যই ভারতে ক্রেডিট কার্ডের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে, ক্রেডিট কার্ডগুলি সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ব্যবহার না করলে বিভিন্ন ধরনের গুরুতর সমস্যা দেখা দিতে পারে। দেখে নেওয়া যাক যে কেউ যদি তাঁর ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করেন বা করতে ব্যর্থ হন, তবে ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের টাকা পুনরুদ্ধারের জন্য কী পদক্ষেপ নিতে পারে।
advertisement
সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হলে কেবল সমস্যাই বাড়বেযদি কারও একটি ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেই কার্ডের বিল দিতে দেরি করলে বেশ কয়েকটি অসুবিধা হতে পারে। বিল বিলম্বিত করার ফলে উল্লেখযোগ্য ভাবে সুদ চার্জ হবে, যা ঋণ বৃদ্ধি করবে। শুধু তাই নয়, ক্রেডিট স্কোরও ক্রমাগত খারাপ হবে। কেউ যদি দীর্ঘ সময় ধরে নিজের বিল উপেক্ষা করতে থাকে, তাহলে সেই কার্ডের দায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কেউ যদি নিজেদের বিল একেবারেই পরিশোধ না করার সিদ্ধান্ত নেয়, তাহলে আরও গুরুতর সমস্যাকে আমন্ত্রণ জানাবেন।
advertisement
ব্যাঙ্ক টাকা পুনরুদ্ধারের জন্য কী করতে পারেক্রেডিট কার্ড বিল পরিশোধ না করার কারণে ব্যাঙ্ক বকেয়া অর্থ আদায়ের জন্য তৃতীয় পক্ষের এজেন্টদের নিয়োগ করতে পারে। এই এজেন্টরা প্রায়শই অত্যন্ত অভদ্র আচরণ করে থাকে, যা সমাজে নিজের সুনামের জন্য ক্ষতিকর হতে পারে। যদি এজেন্ট দিয়েও কাজ উদ্ধার না করা যায়, তাহলে ব্যাঙ্ক আইনি ব্যবস্থা নিয়ে নোটিস জারি করে অর্থ আদায়ের চেষ্টা করবে। যদি এই পদক্ষেপটিও ব্যর্থ হয়, তাহলে ব্যাঙ্ক আদালতে যেতে পারে এবং টাকা পুনরুদ্ধারের জন্য সম্পত্তি ক্রোকের আদেশ চাইতে পারে।
advertisement
