দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত আটজন, আহত বহু। সন্ত্রাসযোগ সন্দেহে তদন্তে নেমেছে এনআইএ ও দিল্লি পুলিশ। এদিকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ—২০টি জেলার ১২২টি আসনে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটের হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে রাজধানীতে নিরাপত্তা উদ্বেগ, অন্যদিকে গণতান্ত্রিক উৎসব—দুই ঘটনাই আজ দেশের নজরকাড়া কেন্দ্রবিন্দু। অন্যদিকে, শীতের আমেজ বাড়লো। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা।
দিল্লির লালকেল্লার কাছেই বিস্ফোরণের ঘটনার পরে হাই এলার্ট জারি হয়েছে বাংলা–ওড়িশা সীমান্তবর্তী এলাকায়। রাজধানীতে বহু বছর পর ‘আত্মঘাতী হামলা’র মত ঘটনার জেরে দিঘা-সীমান্তে সোমবার রাত থেকেই শুরু হয়েছে নাকা চেকিং। প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভেতরে কী রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যাত্রীদের নাম, পরিচয়, তারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছেন—সবকিছুই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকী যাত্রীবাহী বাসও বাদ যাচ্ছে না। গাড়ির নথিপত্র মিলিয়ে, ড্রাইভারের বাড়ি-ঠিকানা যাচাই করে নিশ্চিত করা হচ্ছে কোনও সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সীমান্ত পেরোচ্ছে কিনা।
দিল্লির ঐতিহাসিক লালকেল্লা সংলগ্ন এলাকায় সোমবারের ভয়াবহ বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি হুন্ডাই i20 গাড়ি চালাচ্ছেন—ঠিক সেই গাড়িটিরই কিছুক্ষণ পরে সুবাস মার্গের ট্রাফিক সিগন্যালে বিস্ফোরণ হয়। CNN-News18-এর হাতে আসে ওই ছবি ও ভিডিওটি ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ২২ মিনিটের, যা বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তের। ঘটনায় এখন পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত। বিস্ফোরণের কারণ ও সন্দেহভাজনের পরিচয় জানতে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ও এনআইএ।
শীতের আমেজ বাড়লো। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।