৩১ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ আম !

Last Updated:

পুণেতে সম্প্রতি হওয়া একটি নিলামিতে এক ঝুড়ি আম বিক্রি হয়েছে ৩১ হাজার টাকায় ৷

#নয়াদিল্লি: আমকে এমনি এমনি ফলের রাজা বলা হয় না ৷ মাঝে মধ্যে আমের দাম এতটাই বেড়ে যায় কেবল রাজা মহারাজারা সেটা খাওয়ার কথা ভাবতে পারেন ৷ পুণেতে সম্প্রতি হওয়া একটি নিলামিতে এক ঝুড়ি আম বিক্রি হয়েছে ৩১ হাজার টাকায় ৷
দেবগড় রত্নাগিরি থেকে হাপুস আমের প্রথম ফসল শুক্রবার পুণের APMC মার্কেটে পৌঁছতেই সেটা কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ বিক্রেতাও পরিস্থিতির পুরো সদব্যবহার করে আমের নিলামি শুরু করে দেয় ৷ ৫ হাজার টাকা থেকে নিলামি শুরু হয় ৷ শেষ অবধি হাপুস আমের এক ঝুড়ি ৩১ হাজার টাকায় বিক্রি হয় ৷
advertisement
advertisement
ট্রেডার যুবরাজ কাচি জানিয়েছেন, এটা সিজনের প্রথম আম ছিল ৷ প্রতি বছরই সিজনের প্রথম আমের নিলামির আয়োজন করা হয় ৷ গত ৫০ বছরের তুলনায় এবছরের নিলামিতে সবচেয়ে বেশি টাকা পাওয়া গিয়েছে ৷
advertisement
অন্যান্য আমের ঝুড়িও হাজার হাজার টাকায় বিক্রি হয়েছে
আমের অন্যান্য ঝুড়িও হাজার হাজার টাকায় বিক্রি হয়েছে ৷ একটা ঝুড়ি যেখানে ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে তো আরেকটি ঝুড়ি ২১ হাজার টাকায় কিনে নিয়েছেন একজন ৷ ২২,৫০০ টাকায়ও বিক্রি হয়েছে আমের অন্য ঝুড়ি ৷
advertisement
ব্যবসায়ীদের তরফে একজন জানিয়েছেন করোনা মহামারির জেরে গত দু’বছরে বেশ কঠিন সময় গিয়েছে ৷ ব্যবসায় প্রচুর লোকসান হয়েছে ৷ কিন্তু আসতে আসতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ৷ তাই এবার শীঘ্রই ব্যবসা শুরু করতে চাইছেন এবং বেশি দাম আম কিনছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩১ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ আম !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement