Petrol Diesel Prices Today: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Prices Today: চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
advertisement
শনিবারের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দেওয়া হয়েছে ৷ দেশের চার মহানগরের মধ্যে তিন মহানগরেই স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ চেন্নাইতে লিটার প্রতি ১০ পয়সা বৃদ্ধি করা হয়েছে পেট্রোলের দাম ৷ এছাড়া গুরুগ্রাম, নয়ডা, জয়পুর, লখনউয়ের মতো শহরেও পেট্রোলের দাম বদল করা হয়েছে ৷ এখনও মুম্বইয়ে পেট্রোলের দাম ১১০ টাকার আশপাশে রয়েছে যা সবচেয়ে বেশি ৷
advertisement
advertisement
advertisement