Pan-Aadhaar Link: প্যান ও আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে ? জেনে নিন এর কারন .....

Last Updated:

Pan-Aadhaar Link: অনলাইনে কীভাবে লিঙ্ক করবেন আধার ও প্যান?

#নয়াদিল্লি: প্যান ও আধার লিঙ্ক করার ডেডলাইন প্রায় এসেই গিয়েছে ৷ কিন্তু এখনও বহু মানুষ রয়েছেন যাঁদের প্যান ও আধার লিঙ্ক হচ্ছে না ৷ দেখা গিয়েছে দুটি ডকুমেন্টে দেওয়া তথ্যে অমিল থাকলে এই সমস্যায় পড়তে হচ্ছে ৷
প্যান কার্ড হোল্ডাররা তাদের প্যান কার্ড ৩১ মার্চ ২০২২ পর্যন্ত আধারের সঙ্গে লিঙ্ক করতে পারবেন ৷ ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না হলে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে ৷ এবং ডেডলাইনের পর প্যান ও আধার লিঙ্ক করার জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হবে ৷
advertisement
advertisement
এই কারনের জেরে প্যান ও আধার লিঙ্ক হচ্ছে না-
প্যান ও আধার লিঙ্ক করার জন্য নাম, জন্মদিন, মোবাইল নম্বরের মতো ডিটেল যেগুলি প্যান কার্ডে দেওয়া রয়েছে সেগুলি আধারে দেওয়া তথ্যের সঙ্গে ম্যাচ না করলে প্যান ও আধার লিঙ্ক করতে সমস্যা হতে পারে ৷
এই ভাবে ঠিক করে নিন-
প্যান কার্ডের সঙ্গে ডিটেল ম্যাচ না করলে করদাতারা নির্দিষ্ট অথোরিটির কাছে গিয়ে সেটা ঠিক করিয়ে নিতে পারবেন ৷ আধার কার্ডে ভুল থাকলে আধার এনরোলমেন্ট সেন্টার (Aadhaar Seva Kendra) বা ওয়েবসাইটে গিয়ে আপডেট করে নিতে পারবেন ৷
advertisement
অনলাইনে কীভাবে লিঙ্ক করবেন আধার ও প্যান?
  • প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে
  • আধার কার্ডে দেওয়া নাম, প্যান নম্বর ও আধার নম্বর দিতে হবে
  • আধার কার্ডে কেবল জন্মের সালের পাশে ঠিক করুন
  • এবার ক্যাপচা কোড এন্টার করতে হবে
  • এরপর Link Aadhaar বটনে ক্লিক করতে হবে
  • ক্লিক করতেই আপনার প্যান ও আধার লিঙ্ক হয়ে যাবে
advertisement
অনলাইনে কী কী আপডেট করা যাবে ?
অনলাইনে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা আপডেট করতে পারবেন ৷ এর জন্য অবশ্যই আপনার মোবাইল নম্বর আধার কার্ডে রেজিস্টার্ড থাকতে হবে ৷ সেই নম্বরেই ওটিপি আসবে ৷ মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করার হলে সেটা অনলাইনে করা যাবে না ৷ মোবাইল নম্বর আপডেট করার জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar Link: প্যান ও আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে ? জেনে নিন এর কারন .....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement