#নয়াদিল্লি: কৃষকদের জন্য বড় সুখবর ৷ কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য সরকারের তরফে পশু কিষান ক্রেডিট কার্ড শুরু করা হয়েছিল ৷ পশু কিষান কার্ডের শর্তাবলীর অনেকটাই মিল রয়েছে কিষান ক্রেডিট কার্ড স্কিমের সঙ্গে ৷ পশু কিষান ক্রেডিট কার্ডে অধিকতম ৩ লক্ষ টাকার গরু, মহিষ, ভেঁড়া, ছাগব ও মুর্গি প্রতিপালনের জন্য মিলবে ৷ ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়ার জন্য দিতে হবে না কোনও গ্যারেন্টি ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের দাম জারি, দেখে নিন কলকাতা-সহ বিভিন্ন শহরে তেলের দাম
গরু, মহিষের জন্য কত টাকা মিলবে ?
এই কার্ডের (Pashu kisan credit card scheme) জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
আরও পড়ুন: কখন এডিস মশা বেশি কামড়ায়? ডেঙ্গু সংক্রমণ এড়াতে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে?
কত হবে সুদ
আরও পড়ুন: ডিজিটাল গোল্ড না কি ফিজিক্যাল গোল্ড? ভবিষ্যতের কথা ভেবে ধনতেরসের দিন কোনটা কিনবেন?
কীভাবে করবেন আবেদন ?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pashu Kisan Credit Card, PM Kisan