#নয়াদিল্লি: ভারতীয় শেয়ার বাজারের মতোই দেশে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today) দাম অল টাইম হাইতে চলছে ৷ গত কয়েকদিন ধরে লাগাতার দাম বেড়ে চলেছে জ্বালানির ৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১১০.০৪ টাকা, ডিজেল ৯৮.৪২ টাকা ৷ তবে ৩ নভেম্বর পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷
আরও পড়ুন: কখন এডিস মশা বেশি কামড়ায়? ডেঙ্গু সংক্রমণ এড়াতে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে?
অক্টোবরে পেট্রোলের দাম ৭.৪৫ টাকা বৃদ্ধি করা হয়েছে
অক্টোবর মাসে ২৫ দিনের বেশি দাম বৃদ্ধি করা হয়েছে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today) ৷ প্রতিদিন প্রায় ৩০-৩৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে দাম ৷ এর জেরে অক্টোবরে পেট্রোলের দাম প্রায় ৭.৪৫ টাকা এবং ডিজেল ৭.৯০ টাকা বাড়ানো হয়েছে ৷ ১ অক্টোবর দিল্লিতে পেট্রোলের দাম ১০১.৮৯ টাকা এবং ডিজেল ৯০.১৭ ছিল ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে ৷ মার্কেট বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও বাড়তে চলেছে জ্বালানির দাম ৷
আরও পড়ুন: ডিজিটাল গোল্ড না কি ফিজিক্যাল গোল্ড? ভবিষ্যতের কথা ভেবে ধনতেরসের দিন কোনটা কিনবেন?
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 3 November 2021)
প্রতিদিন সকাল ৬টায় দাম বদলানো হয় পেট্রোল ও ডিজেলের-
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today) জারি করে সরকারি তেল সংস্থাগুলি ৷ সকাল ৬টা থেকে নতুন দাম লাগু করা হয় ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: Horoscope: দীপাবলিতে কেমন উপহার দিলে মঙ্গল হবে প্রিয়জনের? জেনে নিন কী বলছে রাশিচক্র!
এই ভাবে চেক করে নিন পেট্রোল ও ডিজেলের দাম-
তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol And Diesel Price