Horoscope: দীপাবলিতে কেমন উপহার দিলে মঙ্গল হবে প্রিয়জনের? জেনে নিন কী বলছে রাশিচক্র!

Last Updated:

উপহারে থাকে আমাদের ভালোবাসা ও স্নেহ। তাই প্রিয়জনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় রাশি অনুযায়ী উপহার দিলেই ভালো হয়।

#কলকাতা: দীপাবলির সময় উপহার পেতে ও দিতে খুব ভালো লাগে। কিন্তু সব উপহার সবার সহ্য হয় না। কিন্তু উপহারের সঙ্গে তো মিশে থাকে আমাদের ভালোবাসা ও স্নেহ। তাই প্রিয়জনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় রাশি অনুযায়ী উপহার দিলেই ভালো হয়।
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
মেষ রাশিকে উপহার দেওয়া যায় স্ফটিক বা কাচ দিয়ে তৈরি কোনও কিছু। দেওয়া যায় আয়নাও। এতে সম্পর্কে স্বচ্ছতা আসে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
মিষ্টি, সুগন্ধি খাবার বা মোমবাতি এগুলো দেওয়া যেতে পারে বৃষ রাশিকে। জীবনের অনেক জটিল ধাঁধার সমাধান করতে এগুলো প্রয়োজন।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
এই রাশির কর্মক্ষেত্রে একটু এগিয়ে যাওয়ার সময় এসেছে। আর তাই এঁদের দেওয়া যায় হলুদ রঙের পোশাক।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
কর্কট রাশির জন্য সেরা হবে ইলেকট্রনিক্স গ্যাজেটস। এতে তাঁদের কেরিয়ার ও স্বাস্থ্যে উন্নতি হবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
সিংহ রাশিকে দেওয়া যেতে পারে যে কোনও সুগন্ধি বস্তু। এর মধ্যে সুগন্ধি মোমবাতিও আছে। তার সঙ্গে ছোট্ট কোনও বৈদ্যুতিন আলোও দেওয়া যেতে পারে। এতে সিংহ রাশির জীবনে স্থিরতা আসবে।
advertisement
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
কন্যা রাশির অনেক অসম্পূর্ণ কাজ শেষ করার আছে এবং অনেক বাধা পার হয়ে সেটা করতে হবে। তাই এঁদের দেওয়া যায় ফল ও মিষ্টি।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
তুলা রাশির অর্থকরী দিক যাতে ভালো হয় সেই জন্য এঁদের ভালো পোশাক ও ফুল দেওয়া যেতে পারে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
ভবিষ্যতে যদি কোনও বাধা আসে সেটা পার হওয়ার জন্য বৃশ্চিক রাশির জন্য সেরা উপহার হতে পারে ত্বক পরিচর্যার নানা উপাদান এবং নানা সুগন্ধি দ্রব্য।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
সম্পর্কে উন্নতি নিয়ে আসার জন্য ধনুকে দেওয়া যেতে পারে ঘর সাজানোর নানা জিনিস। যা আবার এই উৎসবের মরসুমের সঙ্গে মানানসই হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
মকর রাশির সুস্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সাফল্যের কামনায় এঁদের দেওয়া যায় বাসনপত্র। ছাঁকনি জাতীয় জিনিস দিলে আরও ভালো।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
ফল আর মিষ্টি হল কুম্ভ রাশির জন্য ভালো। এতে জীবনে সমতা আসবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
মীন রাশিকে পারিবারিক সমস্যা থেকে মুক্তি দিতে তাঁদের দেওয়া যায় সুগন্ধি দ্রব্য, অ্যারোমা ডিফিউজার ইত্যাদি।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope: দীপাবলিতে কেমন উপহার দিলে মঙ্গল হবে প্রিয়জনের? জেনে নিন কী বলছে রাশিচক্র!
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement