এই দিওয়ালিতে মেয়েকে বানান লক্ষপতি, মাত্র ১ টাকা সেভিংস করে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা

Last Updated:

সরকারি এই স্কিমে খুবই সামান্য টাকা ইনভেস্ট করে পেয়ে যেতে পারেন মোটা টাকার ফান্ড ৷

#নয়াদিল্লি: ইনভেস্টমেন্ট (Investment Planning) করার পরিকল্পনা করছেন ? আপনার জন্য রয়েছে দারুণ একটি সরকারি স্কিম যেখানে খুবই সামান্য টাকা ইনভেস্ট করে পেয়ে যেতে পারেন মোটা টাকার ফান্ড ৷ সরকারি এই স্কিমের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) বা SSY ৷ মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য বর্তমানে এটাই সেরা অপশন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এই স্কিমে ইনভেস্ট করলে মিলবে কর ছাড়ও ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিদিন মাত্র ১ টাকা করে সেভিংস করেও এই স্কিমের সুবিধা নিতে পারবেন ৷
কী এই সুকন্যা সমৃদ্ধি যোজনা ?
সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) মেয়েদের জন্য কেন্দ্র সরকারের একটি স্মল সেভিংস স্কিম ৷ বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের একটি অংশ হিসেবে এই স্কিম লঞ্চ করা হয়েছিল ৷ স্মল সেভিংস স্কিমগুলির মধ্যে SSY ভাল সুদের হার দিয়ে থাকে ৷
advertisement
advertisement
কত টাকা দিয়ে শুরু করতে পারবেন ইনভেস্টমেন্ট?
সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) মাত্র ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ অর্থাৎ প্রতিদিন কেবল ১ টাকা করে সেভিংস করেও এই যোজনার সুবিধা নিতে পারবেন ৷ আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে ৷ সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকার বেশি ইনভেস্ট করা যাবে না ৷
advertisement
কত টাকা মিলবে সুদ ?
বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) ৭.৬ শতাংশ হিসেবে সুদ দিচ্ছে ৷ সুদের উপরে কর ছাড় পাওয়া যাবে ৷ এর আগে এই যোজনায় ৯.২ শতাংশ হিসেবে সুদ পাওয়া যাচ্ছিল ৷ ৮ বছর পর মেয়ের উচ্চ শিক্ষার জন্য ৫০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নেওয়া যেতে পারে ৷
advertisement
ম্যাচিউরিটিতে মিলবে ১৫ লক্ষ টাকার বেশি
ধরে নিন এই যোজনায় প্রতি মাসে ৩০০০ টাকা করে ইনভেস্ট করছেন অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা ৷ ১৪ বছর পর বার্ষিক ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে মিলবে ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে এই টাকা হয়ে যাবে প্রায় ১৫,২২,২২১ টাকা ৷
advertisement
দেখে নিন কী ভাবে খুলবেন অ্যাকাউন্ট ?
সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কে খোলা যেতে পারে ৷ সন্তান জন্মানোর পর থেকে এবং মেয়ের বয়স ১০ বছর হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই দিওয়ালিতে মেয়েকে বানান লক্ষপতি, মাত্র ১ টাকা সেভিংস করে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement