রাত পোহালেই ধনতেরস, সংসারে সমৃদ্ধি পেতে এই নির্দিষ্ট সময়ে পুজো করুন লক্ষ্মী-কুবেরের!

Last Updated:

এই বছর ধনদেবতা কুবের, দেবী লক্ষ্মী এবং দেব ধন্বন্তরির পুজোর পর ত্রিপুষ্কর নামের একটি যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

#কলকাতা: রাত পোহালেই ধনতেরস (Dhanteras 2021)। কথিত আছে, এই দিনে ধনদেবতার পুজো করার পাশাপাশি সোনা-রূপার মতো ধাতু কিনে ঘরে আনলে সংসারে সমৃদ্ধি হয়। অনেকে ধনদেবতার পাশাপাশি এর ২ দিন পর লক্ষ্মী পুজোও করে থাকেন। প্রত্যেক বছর কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয়।
পুরাণ মতে, সমুদ্র মন্থনের সময় কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতেই দেব ধন্বন্তরি প্রকট হন। এবং বর্তমানে এই দিনটিই ধনতেরস হিসেবে সারা দেশে পালিত হয়। ধনদেবতা কুবেরের পুজো করার পাশাপাশি দেব ধন্বন্তরির পুজো হয়ে থাকে পরিবারে সুখ-ম্বৃদ্ধি ও ব্যবসায় লাভের জন্য, সঙ্গে স্বাস্থ্য ভালো রাখার জন্য।
advertisement
advertisement
প্রতি বছরই ধনতেরসের (Dhanteras 2021)  কিছু পুণ্য লগ্ন থাকে, যে সময় ধনদেবতা কুবেরের পুজো করা যায় এবং কিছু লগ্ন থাকে যে সময়ে বিভিন্ন ধাতু কিনে ঘরে আনা যায়। জেনে নেওয়া যাক চলতি বছর ধনতেরসের শুভ মুহূর্তের ব্যাপারে সংক্ষেপে-
ধনতেরসের পুণ্য লগ্ন
২ নভেম্বর অর্থাৎ আগামীকাল ধনতেরস (Dhanteras 2021)। এই বছর ধনদেবতা কুবের, দেবী লক্ষ্মী এবং দেব ধন্বন্তরির পুজোর পর ত্রিপুষ্কর নামের একটি যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সারা বছর সুখে সমৃদ্ধিতে থাাকার জন্য পুজোর পর এই যোগের সময়ে মূল্যবান ধাতু ক্রয় করা যেতে পারে।
advertisement
আগামীকাল দেব ধন্বন্তরি, দেবী লক্ষ্মী এবং ধনদেবতা কুবেরের পুজো করার সব চেয়ে ভালো সময় বিকেল ৫.২৫ থেকে রাত ৮.১৫ পর্যন্ত।
ধনতেরসের দিন কী কী করা যেতে পারে সম্পদ বৃদ্ধির কামনায়-
কথায় আছে, এই দিন লক্ষ্মীকে তুষ্ট করার চেষ্টা করা হয়, এই লক্ষ্যে বেশ কিছু জিনিস কিনে ঘরে আনা হয়। তাই পুজো করার পাশাপাশি লক্ষ্মী দেবীর জন্য টিপ নিয়ে আসা যেতে পারে। সেই টিপ বা কুমকুম ঠাকুরের পায়ে ঠেকিয়ে নিজে পরলেও মঙ্গল হয়।
advertisement
এসবের সঙ্গে প্রদীপ, বিভিন্ন ধরনের আলো, বাতাসা, নুন, ধনে ইত্যাদি কিনে ঘরে আনলেও ভালো হয়।
ধনতেরসের (Dhanteras 2021) দিন বাতি জ্বালানো
ঘরের বিভিন্ন কোণে, বিভিন্ন দিকে বাতি জ্বালানো যেতে পারে, ঘর ঝলমল করবে এমনভাবে সাজানো যেতে পারে। কথায় আছে, এই প্রদীপের আলো বাড়িতে সমৃদ্ধিকে আহ্বান করে।
advertisement
পিপুল গাছের তলায় বাতি দেওয়া
হিন্দু শাস্ত্র মতে, এই বিশেষ দিনে পিপুল গাছের তলায় বাতি জ্বালানো যেতে পারে। কারণ লক্ষ্মী দেবী পিপুল গাছে থাকেন বলে লোকবিশ্বাস রয়েছে। পাশাপাশি তুলসী গাছের কাছেও বাতি দিতে হয়। যেহেতু তুলসী বিষ্ণুর খুব প্রিয় এবং বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী, তাই এতে পরিবারের ভালো হয়।
এসব ছাড়াও এই দিনে বাড়ির মূল ফটকের সামনে, রান্না ঘরে, ঠাকুরঘরে বাতি জ্বালালে মঙ্গল হয়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রাত পোহালেই ধনতেরস, সংসারে সমৃদ্ধি পেতে এই নির্দিষ্ট সময়ে পুজো করুন লক্ষ্মী-কুবেরের!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement