Post Office Scheme: ১৫০০ টাকা প্রতি মাসে জমা করে পেয়ে যাবেন ৩৫ লক্ষ টাকা

Last Updated:

১৯ থেকে ৫৫ বছরের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক এই বিমা যোজনা করাতে পারবেন ৷

#নয়াদিল্লি: বাজারে ইনভেস্ট করার জন্য একাধিক আকর্ষণীয় স্কিম ও যোজনা রয়েছে ৷ তবে এর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে রিস্কও রয়েছে ৷ বেশির ভাগ মানুষই রিস্ক নিতে অনিচ্ছুক ৷ কিন্তু বেশ কিছু এমন যোজনা রয়েছে যেখানে কম রিটার্ন হলেও আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ৷ আপনিও কম রিস্কের যোজনায় ইনভেস্ট করতে চাইলে রয়েছে একাধিক বিকল্প (Post Office Scheme) ৷
পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা (Post Office Scheme)এমন একটি স্কিম যেখানে কম রিস্কে ভাল রিটার্ন পাওয়া যায় ৷ গ্রাম সুরক্ষা যোজনায় বোনাসের সঙ্গে আপনার টাকা ৮০ বছর বয়স হওয়ার পর বা মৃত্যুর পর (যেটা আগে হবে)আপনার উত্তরাধিকারকে দেওয়া হবে ৷
advertisement
advertisement
এই যোজনার কী নিয়ম ?
১৯ থেকে ৫৫ বছরের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক এই বিমা যোজনা করাতে পারবেন ৷ নিয়ম অনুযায়ী, যোজনার ন্যূনতম বিমা অ্যামাউন্ট ১০,০০০ টাকা থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷ যোজনার প্রিমিয়াম প্রতি মাসে, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিকী বা বার্ষিক হিসেবে জমা দিতে পারবেন ৷ প্রিমিয়াম পেমেন্টের জন্য ৩০ দিনের ছাড় দেওয়া হয়ে থাকে ৷ প্রিমিয়াম না দেওয়ার কারণে পলিসি বন্ধ হয়ে গেলে গ্রাহকরা প্রিমিয়ামের পেমেন্ট করে ফের পলিসি শুরু করতে পারবেন ৷
advertisement
মিলবে লোন - পলিসি কেনার ৪ বছর পর লোন নেওয়ার সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা ৷
সারেন্ডার করতে পারবেন পলিসি- ৩ বছর পর পলিসি সারেন্ডার করার বিকল্প সিলেক্ট করতে পারবেন গ্রাহকরা৷ তবে সে ক্ষেত্রে কোনও লাভ মিলবে না ৷ পলিসির সবচেয়ে বড় আকর্ষণ ইন্ডিয়া পোস্টের তরফে দেওয়া বোনাস ৷
advertisement
ম্যাচিউরিটি বেনিফিট- ১৯ বছর বয়সে কেউ যদি ১০ লক্ষ টাকার গ্রাম সুরক্ষি পলিসি (Post Office Scheme) কিনে থাকেন তাহলে ৫৫ বছরের জন্য প্রতি মাসের প্রিমিয়াম হয় ১৫১৫ টাকা, ৫৮ বছরের জন্য ১৪৬৩ টাকা, ৬০ বছরের জন্য ১৪১১ টাকা ৷ পলিসি হোল্ডার ৫৫ বছরের জন্য ৩১.৬০ লক্ষ টাকা, ৫৮ বছরের জন্য ৩৩.৪০ লক্ষ টাকার ম্যাচিউরিটি বেনিফিট পেয়ে যাবে ৷ ৬০ বছরের জন্য ম্যাচিউরিটি বেনিফিট ৩৪.৬০ লক্ষ টাকা হয় ৷
advertisement
এই যোজনা সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিকটবর্তী ডাকঘরে যোগাযোগ করতে পারেন ৷ এছাড়া 1800 180 5232/155232 টোলফ্রি নম্বরে কল করতে পারেন ৷ www.postallifeinsurance.gov.in ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office Scheme: ১৫০০ টাকা প্রতি মাসে জমা করে পেয়ে যাবেন ৩৫ লক্ষ টাকা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement