Gold-sliver prices : ফের ৫৩ হাজার টাকা পেরিয়ে গেল সোনা, দেখে নিন আজ ১০ গ্রামের দাম কত কলকাতায়

Last Updated:

Gold-sliver prices : সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷

#নয়াদিল্লি: গ্লোবাল মার্কেটে দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বাজারে সোনা ও রুপোর দাম (Gold-sliver prices)বেড়ে গিয়েছে ৷ সোমবার সোনার দাম গত এক মাসের মধ্যে সর্বোচ্চ হয়ে গেছে ৷
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সকালে সোনার দাম ০.৬৫ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৫৩,৩৩২ টাকা হয়ে গিয়েছে ৷ এটা ২৪ ক্যারেট সোনার দাম ৷ একই ভাবে রুপোর দাম ১ শতাংশ বেড়ে প্রতি কিলোগ্রামে ৬৯,৭৬১ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
অন্যান্য দামি ধাতুর মধ্যে প্ল্যাটিনাম দাম ১.২ শতাংশ বেড়ে ১০০১.৫৭ ডলার ও প্যালেডিয়াম ১.৬ শতাংশ বেড়ে ২৪০৬.৮৫ ডলারে পৌঁছে গিয়েছে ৷
ভারত, আমেরিকা-সহ বিশ্বজুড়ে বাড়তে থাকা মূল্যবৃদ্ধির জেরে সোনা ও রুপোর দাম বেড়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের অনুমান, মার্কিন খুচরা মূল্যস্ফীতি বর্তমানে গত ৪০ বছরে সর্বোচ্চ এবং সুদের রেট বাড়তে থাকায় সোনার দাম ২০০০ ডলার প্রতি আউন্স পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ একই ভাবে রুপোর দাম ২৭ ডউন্স পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ এর প্রভাব সরাসরি দেশের বাজারের সোনা ও রুপোর উপরেও পড়েছে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা -
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা (Consumer) সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগ থাকলে সেটাও জানাতে পারবেন ৷
advertisement
মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম-
সোনা ও রুপোর দাম বাড়িতে বসেই সহজেই জানতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দিতেই আপনার ফোনে মেসেজে সোনা ও রুপোর লেটেস্ট দাম চলে আসবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold-sliver prices : ফের ৫৩ হাজার টাকা পেরিয়ে গেল সোনা, দেখে নিন আজ ১০ গ্রামের দাম কত কলকাতায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement