পোস্ট অফিসের (Post Office Schemes) এই ধামাকা স্কিমে ৬.৮ শতাংশ হারে বার্ষিক সুদ ৷ ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেট (NSC) ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
এটি একটি পাঁচ বছরের সঞ্চয়ের যোজনা ৷ যেখানে বিনিয়োগ করে আয়করে ছাড় পাওয়া যেতে পারে ৷ এই বিনিয়োগের টাকা ১০.৫৯ বছরে দ্বিগুণ হবে টাকা ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
পোস্ট অফিসের অন্যতম বড় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Post Office Public Provident Fund Scheme) বা পিপিএফ (PPF) ৷ এই প্রকল্পে সুদের হার ৭.১ শতাংশ ৷ টাকা পয়সা দ্বিগুণ হতে প্রায় ১০.১৪ বছর সময় লাগবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমে (SCSS) এই সময়ে সুদের হার ৭.৪ শতাংশ ৷ এই স্কিমে টাকা প্রায় ৯.৭৩ বছরে দ্বিগুণ হয় ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা (Post Office Sukany Samriddhi Yojana) সব থেকে বেশি সুদ পাওয়া যায় অর্থাৎ ৭.৬ হারে সুদ পাওয়া সম্ভব ৷ মেয়েদের নামে জমা টাকা প্রায় ৯.৪৭ বছরে দ্বিগুণ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
6/ 10
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে (MIS) সুদের হার ৬.৬ শতাংশ ৷ এই সুদের হারে যদি টাকা বিনিয়োগ করতে হয় সেক্ষেত্রে প্রায় ১০.৯১ বছরে দ্বিগুণ হবে টাকা ৷ প্রতীকী ছবি ৷
7/ 10
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে (Savings Account of Post Office) টাকা রাখলে তা দ্বিগুণ হতে দীর্ঘ সময় লাগতে পারে ৷ কেননা এই অ্যাকাউন্টে বছরে সুদের হার ৪.০ অর্থাৎ ১৮ বছরে টাকা দ্বিগুণ হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে (Post Office Recurring Deposit) সুদের হার ৫.৮ শতাংশ ৷ এই হারে চলতে থাকলে টাকা ১২.৪১ বছরে দ্বিগুণ হয় ৷ প্রতীকী ছবি ৷
9/ 10
পোস্ট অফিসে ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত টাইম ডিপোজিটে (TD) সুদের হার ৫.৫ শতাংশ ৷ এই প্রকল্পে বিনিয়োগ করলে ১৩ বছরে টাকা দ্বিগুণ হয়ে থাকে ৷ এই ভাবেই ৫ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৬.৭ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
10/ 10
এই ভাবেই বিনিয়োগ করলে সমস্ত টাকা ১০.৭৫ বছরে দ্বিগুণ হবে ৷ প্রতীকী ছবি ৷