Stock Market: ১ লাখ বেড়ে ৭১ লাখ! আপনার কাছে আছে নাকি এই বাম্পার শেয়ার?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Stock Market: পেনি স্টক স্বল্প মেয়াদে বিস্ময়কর রিটার্ন দেয়। সিন্ধু ট্রেড লিঙ্কের শেয়ার এর সর্বশেষ উদাহরণ।
advertisement
advertisement
advertisement
advertisement
আর গত ৬ মাসের যাত্রাপথের দিকে তাকালে দেখা যাবে, এই স্টক ৩৭.৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১৯.২৫ টাকা। অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে প্রায় ২২০ শতাংশ বৃদ্ধি হয়েছে। এখানেই শেষ নয়, এই সময়ের মধ্যে এটা ১৬২ টাকার সর্বোচ্চ স্তরও অতিক্রম করে গিয়েছে। একইভাবে গত এক বছরে সিন্ধু ট্রেড লিঙ্কের স্টক ৫.৭২ লেভেল থেকে বেড়ে ১১৯.২৫ লেভেলে পৌঁছেছে। অর্থাৎ ১৯৮৫ শতাংশের রেকর্ড বৃদ্ধি হয়েছে স্টকের।
advertisement
এই স্টকের গত পাঁচ বছরের যাত্রাপথ দেখলে চমকে যেতে বাধ্য। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি বিএসই-তে ১.৬৯ টাকায় বন্ধ হয়েছিল সিন্ধু ট্রেড লিঙ্কের স্টক। এখন তা বেড়ে হয়েছে ১১৯.২৫ টাকা। অর্থাৎ গত ৫ বছরে প্রায় ৭০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই স্টক। কোনও বিনিয়োগকারী যদি এক মাস আগে এই স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তা বেড়ে ১.৬৫ লাখ টাকা হত।
advertisement
advertisement
পাঁচ বছরের এই রোমাঞ্চকর যাত্রাপথে যদি কোনও বিনিয়োগকারী শুরু থেকেই সঙ্গে থাকতেন এবং ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তিনি ৭১ লাখ টাকার মালিক হয়ে যেতেন। উল্লেখ্য, সিন্ধু ট্রেড লিঙ্কের বর্তমান বাজার মূলধন ৬১৩০ কোটি টাকা এবং ট্রেড ভলিউম হল ১,০৭,২৪২। এই স্টকের শেয়ার প্রতি বুক ভ্যালু ১৩.২৩। ৫২ সপ্তাহে সর্বোচ্চ প্রতি শেয়ার ১৬৬.২০ এবং সর্বনিম্ন প্রতি শেয়ার ৫.৩২ ছিল।