Gold Price : বিয়ের মরশুমে সস্তা হল সোনা, চেক করে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price : এই সময় ১০ গ্রাম সোনার দাম প্রায় ১৮০০ টাকা সস্তা হয়েছে ৷ চলতি মাসের শুরুতে সোনার দাম ৫৪ হাজার টাকার আসপাশে ছিল ৷
#নয়াদিল্লি: বিয়ের মরশুমে বিপুল চাহিদা বৃদ্ধি সত্ত্বেও বুধবার সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা এখনও ৫১ হাজার টাকার আসপাশে রয়েছে ৷ রুপোর দাম অন্যদিকে ৬৫ হাজার টাকার নীচে চলে এসেছে ৷
MCX এ সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ১১৬ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,৪৬৮ টাকা হয়েছে ৷ এটা জুনের দাম ৷ এর আগে মঙ্গলবারের ট্রেডিং ছেড়ে দিলে লাগাতার ছ’দিন দাম কমেছে সোনার দাম ৷ এই সময় ১০ গ্রাম সোনার দাম প্রায় ১৮০০ টাকা সস্তা হয়েছে ৷ চলতি মাসের শুরুতে সোনার দাম ৫৪ হাজার টাকার আসপাশে ছিল ৷
advertisement
advertisement
দাম কমেছে রুপোরও -
এমসিএক্সে এদিন রুপোর দামেও পতন দেখা গিয়েছে ৷ ১০০ টাকা কমে প্রতি কিলোতে ৬৪,৮৬৮ টাকা হয়েছে ৷ মঙ্গলবার রুপোর দাম ৬৫ হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে ৷ মাসের শুরুতে রুপোর দাম ছিল ৭০ হাজার টাকার বেশি যা এখন কমে ৬৫ হাজার টাকার নীচে চলে এসেছে ৷
advertisement
গ্লোবাল মার্কেটে পতন-
বিশ্ব বাজারেও সোনার দামে পতন দেখা গিয়েছে, কিন্তু রুপোর দাম সামান্য বেড়েছে ৷ গ্লোবাল মার্কেটে সোনার বর্তমান দাম ০.৩৭ শতাংশ পড়ে ১৮৯৮.৬০ ডলার হয়ে গেছে ৷ রুপোর দাম ০.১৩ শতাংশ বেড়ে ২৩.৫০ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ কয়েকদিন আগে সোনার দাম প্রতি আউন্সে ২০০০ ডলার পেরিয়ে গিয়েছিল ৷
advertisement
চলতি বছরে ৬০ হাজার টাকা হতে পারে সোনার দাম-
বিশেষজ্ঞদের মতে ২০২২ সালে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৮ থেকে ৬০ হাজার টাকা হতে পারে ৷ এর মূল কারণ হচ্ছে বিশ্বজুড়ে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থেমে গেলেও সোনার দাম ৫০ হাজার টাকার নীচে নামবে না বলেই মনে করা হচ্ছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2022 12:26 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price : বিয়ের মরশুমে সস্তা হল সোনা, চেক করে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট