#নয়াদিল্লি: ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত রকমের সরকারি কাজের ক্ষেত্রে আধার কার্ড থাকা এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কেওয়াইসি থেকে অ্যাকাউন্ট খোলা হোক বা সিম কার্ড থেকে সরকারি যোজনার সুবিধা সমস্ত ক্ষেত্রেই আধার নম্বর লাগে ৷ আধার নম্বর ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন: সেভিংস অ্যাকাউন্টে এক বছরে ৫০ লাখ টাকা জমা করেছেন? এবার থেকে দিতে হবে আয়কর!
আধার কার্ডের গুরুত্ব যত বেড়েছে তত পাল্লা দিয়ে বেড়েছে আধার কার্ড সংক্রান্ত প্রতারণা ৷ এরকম পরিস্থিতিতে MeitY UIDAI-এর সঙ্গে মিলে ফেক আধার কার্ড চেক করার সহজ উপায় জানিয়েছে ৷
অ্যালার্ট জারি করল UIDAI-
UIDAI এর তরফে জানানো হয়েছে যে কোনও ১২ ডিজিট আধার নম্বর হয় না ৷ ফলে এরকম ফেক নম্বর থেকে সতর্ক থাকতে হবে দেশের নাগরিকদের ৷
পাশাপাশি UIDAI আরও জানিয়েছে, ক্রস চেক না করে আধার নম্বর নেবেন না ৷ আধার কার্ড আসল বা নকল ? এটা জানার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন রেট জারি, এখানে চেক করে নিন লেটেস্ট দাম....
১. UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ ক্লিক করতে হবে
২. এরপর My Aadhaar অপশনে ক্লিক করতে হবে
৩. এবার আপনার সামনে আধার সংক্রান্ত একাধিক পরিষেবার লিস্ট চলে আসবে
৪. এখানে Verify an Aadhaar number-এ ক্লিক করতে হবে
৫. এখানে ১২ অঙ্কের আধার নম্বর দিতে হবে
৬. এরপর Captcha দিতে হবে
৭. মোবাইল নম্বর দিতে হলে অন্য একটি পেজ খুলে যাবে
৮. এখানে আধার নম্বর, বয়স, লিঙ্গ ও রাজ্য ইত্যাদি রেজিস্টার্ড থাকলে আপনার আধার নম্বর আসল
Tags: Aadhaar card, UIDAI