পুণ্যার্থীদের বিপুল আগমন সামাল দিতে এবং যাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও আরামদায়ক করতে, পূর্ব রেল কলকাতা/হাওড়া/শিয়ালদহ হয়ে কাকদ্বীপ ও নামখানা স্টেশনের মাধ্যমে সাগরদ্বীপগামী যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে।