Chanar Jilipi: দাম মাত্র ৭ টাকা, আড়াই প্যাঁচের নয় দেড় প্যাঁচের ছানার জিলাপি কাঁপাচ্ছে বাজার, দেখতে অন্যরকম, মুখে দিলেই গলে জল
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
জেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসে ভুরি ভুরি। ব্যাপক চাহিদা মালদহের শোভানগরের এই ছানা জিলাপির। রসাল মিষ্টি এই ছানা জিলাপি বিক্রি করে নজর কাড়ছেন মালদহের শোভানগরের জিলাপি বিক্রেতা নিখিল দাস।
মুখে দিলেই রসাল স্বাদ, মনে থাকবে বারো মাস। আড়াই প্যাচের নয়, দেড় প্যাচের এই ছানা জিলাপির মজে মালদহবাসী। এই জিলাপি খেতে ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের ক্রেতারা। দাম মাত্র ৭ টাকা, রাস্তা দিয়ে পার করে গেলেই একটুর জন্য গাড়ি দাঁড় করিয়ে কেউ ৫ টা আবার কেউ ৫০ টি জিলাপি নেন ক্রেতারা। রোজ প্রায় ৩০০ থেকে ৪০০ টি এই ছানা জিলাপি বিক্রি হয়। (জিএম মোমিন) (photo collected)
advertisement
ব্যাপক চাহিদা এই দেড় প্যাচের ছানা জিলাপির। শুধু গ্রাম নয় শহর থেকেও এই জিলাপি খেতে ভিড় জমান ক্রেতারা। এই ছানা জিলাপি শুধু তৈরির অপেক্ষা। তৈরি হওয়া মাত্রই দোকানের সামনে ভিড় জমে ক্রেতাদের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসে ভুরি ভুরি। ব্যাপক চাহিদা মালদহের শোভানগরের এই ছানা জিলাপির। রসাল মিষ্টি এই ছানা জিলাপি বিক্রি করে নজর কাড়ছেন মালদহের শোভানগরের জিলাপি বিক্রেতা নিখিল দাস।(photo collected)
advertisement
ছানা জিলাপি বিক্রেতা নিখিল দাস জানান, "আগে অন্যের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতাম। প্রায় চার বছর ধরে নিজে দোকান করে ছানা জিলাপি ও মিষ্টি বিক্রি করি। রোজ ১০০-২০০ টি এই ছানা জিলাপির জন্য অর্ডার আসে। এর বিশেষত্ব হচ্ছে এই জিলাপিতে বেসনের পরিমাণ কম এবং অধিকাংশ পরিমাণে ছানা দিয়ে তৈরি করা হয়। যার ফলে খেতে স্বাদ টা বেশি ভাল হয়। পাশাপাশি স্বাস্থ্যকর পরিছন্নতা বজায় রেখে দোকানে ক্রেতাদের পরিবেশন করা হয়।"(photo collected)
advertisement
advertisement