
জানা গিয়েছে, এবছর ছোট বড় মিলিয়ে ১০০০টি প্রকাশনী থাকবে বইমেলায়। থিম দেশ হতে চলেছে আর্জেন্টিনা৷ বইমেলায় মোট ৯ টি তোরণ তৈরি হবে৷ যার মধ্যে দু’টি হবে আর্জেন্টিনার স্থাপত্যের আদলে তৈরি। হাওড়া থেকে মেট্রোর ব্যবস্থা সল্টলেক পর্যন্ত শুরু হওয়ার কারণে এবছর আরও মানুষ আসবে বলেই মনে করা হচ্ছে।





