Business Idea: বাড়ির ছাদেই ব্যবসার নতুন আইডিয়া! গাছেই আসবে টাকা, শুধু পদ্ধতি জানলেই মালামাল
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Howrah Business Idea: এই কয়েকটি নিয়ম জেনে অ্যাডেনিয়াম গাছের ব্যবসা অনেক বেশি লাভের, কিনে ব্যবসার পাশাপাশি নিজে গাছ তৈরি ব্যবসা বেশি সুবিধাজনক
হাওড়া, রাকেশ মাইতি: ক্রেতার চাহিদা পূরণ করে ভাল লাভের অ্যাডেনিয়াম ব্যবসা! নিজের শখ পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে পারে অ্যাডেনিয়াম গাছ। বাজারে বিপুল চাহিদা অ্যাডেনিয়াম গাছের। সেই চাহিদা মিটিয়েই ভাল আয়ের সুযোগ। তাই যে কেউ উদ্যোগী অ্যাডেনিয়াম ব্যবসা করে ভাল রোজগার পেতে পারেন। তবে সঠিক নিয়মে অ্যাডেনিয়াম চাষ করলে তবেই সুফল মিলবে দীর্ঘদিন। জানাচ্ছেন, অভিজ্ঞ অ্যাডেনিয়াম বাগান মালিক।
বর্তমান সময়ে অ্যাডেনিয়াম গাছের ব্যাপক চাহিদা। বহু রংয়ের ফুল এবং ফুলের বাহার, যা সহজে দৃষ্টি আকর্ষণ করে। আর এই গাছ আরও বেশি পছন্দ হওয়ার অন্যতম কারণ খুব অল্প সময়ে বা কম যত্নের পরিচর্যা। বাগান সাজাতে অধিকাংশ মানুষই পছন্দ করেন অ্যাডেনিয়াম। কিন্তু পরিচর্যা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর সেই দিক থেকেই অ্যাডেনিয়াম গাছ অনেক বেশি সুবিধাজনক মনে করেন।
advertisement
advertisement
অভিশাম, আরবিয়ান, আবিশিকাম বিভিন্ন ধরনের রয়েছে তাদের দাম বিভিন্ন রকমের। অভিশিকাম প্রজাতির গাছ সব থেকে বেশি দামি। এ প্রসঙ্গে অভিজ্ঞ অ্যাডেনিয়াম বাগান মালিক নিরঞ্জন কুমার জানান, ‘পাইকারি দরে গাছ কিনে গাছ বিক্রি ব্যবসা করা যেতে পারে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে তার থেকেও বেশি লাভের হতে পারে নিজে গাছ তৈরি করে বিক্রি, এমনটাও জানিয়েছেন তিনি। কেননা এতে ক্রেতার হাতে সঠিক গাছ দেওয়া যায় তাতে ব্যবসা সুদৃঢ় হয়। গাছ তৈরির জন্য কমপক্ষে দেড় থেকে দু’বছর বয়সী গাছ কাটিং করার উপযুক্ত। তাতে খুব অল্প সময়ে চার থেকে ছয় মাসে ফুল পাওয়া যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Dec 10, 2025 7:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: বাড়ির ছাদেই ব্যবসার নতুন আইডিয়া! গাছেই আসবে টাকা, শুধু পদ্ধতি জানলেই মালামাল









