মেদিনীপুর শহরের ২২ নং ওয়ার্ডের গোয়ালাপাড়া (মির্জাবাজার সংলগ্ন) এলাকায় যুবকের বাড়ি। স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের প্রাথমিক অনুমান, এটা আত্মহত্যা৷ তবে, সঠিক কি কারণে এই ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এলাকাটি গুড়গুড়িপাল থানার অধীন।ঘটনাস্থলে রেল পুলিশ ও গুড়গুড়িপাল থানার আধিকারিকরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠায়।
advertisement
এদিকে, ২৭ বছরের বিবাহিত যুবক অর্ণব কী কারণে আত্মহত্যা করতে পারে, তা নিয়ে ধন্ধে পরিবার-পরিজন থেকে বন্ধু-বান্ধবরা৷ জানা গেছে, অর্ণব টোটো চালাতেন। বছর তিনেক হল বিয়েও করেছিলেন। মাত্র ৭ মাসের ফুটফুটে এক কন্যা সন্তানও আছে। সপ্তাহ খানেক আগেই তার অন্নপ্রাশন হয়েছে বলেও জানিয়েছেন বন্ধুবান্ধবরা। মাত্র ২৪ ঘণ্টা আগেও অর্ণবের ফেসবুকে মজার সব ছবি-ভিডিও পোস্ট করা হয়েছে। তারপর-ই রাতের মধ্যে কী এমন হয়ে গেল, ভেবে পাচ্ছেন না কেউই।
আরও পড়ুন East Midnapore News: মর্মান্তিক! নিজের বাড়িতে electric shock-এ মৃত্যু কলেজ পড়ুয়ার
সাইকেলে করে নদী তীরবর্তী 'সূর্যাস্তের হাট' পেরিয়ে ওই রাস্তা দিয়ে ব্রিজের উপরে উঠে অর্ণব আত্মহত্যা করেন বলে জানা গেছে। উদ্ধার হয়েছে তালা দেওয়া সাইকেলটিও৷ স্ত্রী-সন্তান ছাড়াও বাড়িতে বাবা-মা, ভাই আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বাবা সরকারি দফতরে কর্মরত বলে জানা গেছে। তবে, এখনও তাঁর পরিবারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ ঘটনার কথা জানতে পেরেই শোকপ্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা। বিষয়টি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন বলেও তিনি জানিয়েছেন।