East Midnapore News: মর্মান্তিক! নিজের বাড়িতে electric shock-এ মৃত্যু কলেজ পড়ুয়ার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ইলেক্ট্রিক শক(shock) খেয়ে মাটিতে ছিটকে পড়েই মৃত্যু হয়েছে মহিষাদল রাজ কলেজের অঙ্ক অনার্সের মেধাবী ছাত্রের
#পূর্ব মেদিনীপুর: ইলেক্ট্রিক শকে (shock) প্রাণ গেল কলেজ পড়ুয়ার! ইলেট্রিকের শক খেয়ে মর্মান্তিক মৃত্যু এক কলেজ ছাত্রের৷ মৃত্যু হয়েছে মহিষাদল রাজ কলেজের এক মেধাবী ছাত্রের৷ নিজের বাড়িতেই প্রাণ হারালেন বছর ২০র যুবক৷ বাড়ি জুড়ে হাহাকার৷
নিজের বাড়িতে ইলেকট্রিক বোর্ডে প্লাগ লাগাতে গিয়েই ঘটে গেল বিপত্তি! ইলেকট্রিক শক(shock) খেয়ে মাটিতে ছিটকে পড়েই মৃত্যু হয়েছে মহিষাদল রাজ কলেজের অঙ্ক অনার্সের মেধাবী ছাত্র কৌশিক ভূঁইয়ার(২০)। তাঁর বাড়ি মহিষাদল থানার সরবেড়িয়া গ্রামে। আহত অবস্থায় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে কৌশিক ভূইয়াকে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হল না৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, নিজের বাড়িতেই বয়স্ক দাদুর নাকে গ্যাস পাইপ দিয়ে লেমুলাইজার সংযোগ দিতে গিয়েছিলেন কৌশিক৷ তার জন্যই ইলেকট্রিক বোর্ডে প্লাগ লাগাতে গিয়েছিলেন কলেজ ছাত্র কৌশিক। সেই মুহূর্তেই ইলেক্ট্রিকের শক খেয়ে ছিটকে বাড়ির মেঝের ওপর পড়ে যান তিনি। তৎক্ষণাতই তিনি মারা যান বলে প্রতিবেশীদের অনুমান। তবে অচৈতন্য অবস্থায় বেশ কিছুক্ষণ পড়ে থাকেন তিনি৷ বাড়িতে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ শেষ চেষ্টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন West Burdwan News: সরস্বতীর বরপুত্র, ভারতের সবচেয়ে খুদে বিজ্ঞানী ফিরিয়েছে নাসা-হার্ভার্ডের ডাক!
এদিকে, কলেজ ছাত্র কৌশিকের মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2022 12:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Midnapore News: মর্মান্তিক! নিজের বাড়িতে electric shock-এ মৃত্যু কলেজ পড়ুয়ার