যার ফলে ওই এলাকার মানুষ খুব আতঙ্কে রয়েছে। সন্ধ্যা নামলেই রাস্তা ঘাট নিস্তব্দ হয়ে যায়। অপরদিকে অন্য আরেকটি হাতি শিমুলডাঙাতে তান্ডব চালিয়েছে রাত ৩টা থেকে। তারমধ্যে দুজন ব্যক্তি হাতির হামলার হাত থেকে কোনোক্রমে বেঁচে যান। একজন বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ করে বাড়ি ফেরার সময় পুকুরিয়া বীটের ভারতে সেবাশ্রম সঙ্ঘের কাছে শিমুলডাঙা দিকে যেতে রাস্তায় হাতির সামনে পড়ে যান ।
advertisement
আরও পড়ুনঃ সুদুর সাইবেরিয়া থেকে গ্রামে আসে পরিযায়ী পাখির দল, বয়ে নিয়ে আসে বর্ষার বার্তা
ওই ব্যক্তি কোনও রকমে পালিয়ে বাঁচেন এবং অপর দিকে শুক্রবার ভোর নাগাদ এক মাছ ব্যবসায়ী চন্দ্রীর দিক থেকে মোটর সাইকেল নিয়ে মাছ আনতে ঝাড়গ্রাম এর উদ্দেশ্যে বেরোলে শিমুলডাঙা মোড়ে কাছে হাতির সামনে তিনি পড়ে যান। কোনো রকমে গাড়ি ঘুরিয়ে তিনি প্রানে বাঁচেন।
আরও পড়ুনঃ এবার মাও অধ্যুষিত বেলপাহাড়ি থানায় চালু হল মহিলা পুলিশের টিম "উইনার্স"
অপরদিকে প্রায় ১২ টি দাঁতাল হাতি ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে শুক্রবার সকাল থেকে। যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
Partha Mukherjee