বিশ্ব উষ্ণায়নের কবলে জর্জরিত পৃথিবী। সমানতালে চলছে গাছ কাটা। তাই গাছ কাটা বন্ধ করে পৃথিবীর উষ্ণতা কমাতে গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার প্রয়োজন। সবুজ পৃথিবীর বার্তা দিতে, রবিবার অক্ষয় তৃতীয়ার দিন ১টি বট এবং ১টি অশ্বত্থ গাছকে বৃদ্ধা সন্তান রূপে গ্রহণ করলেন। শাস্ত্র বিধি মেনে, পূজার্চনার মধ্য দিয়ে চলে এই কাজ। তাদের পরিবারে দু'টি গাছকে স্বাগত জানান পাঁজা পরিবারের বর্ষীয়সী সদস্যা-সহ অন্যান্যরা।
advertisement
ঘোলা গ্রামে বসবাসকারী পাঁজা পরিবারের ওই বর্ষীয়সী সদস্যা সন্তান হিসেবে লালন পালন করার উদ্দেশ্যেই একটি বট ও একটি অশ্বত্থ গাছকে এভাবে দত্তক নেন। তাদের পরিবারের নতুন সদস্য হিসেবে গ্রহণ করেন। হোম যজ্ঞ সহকারে রবিবার একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। আয়োজন করা হয়েছিল ভুরিভোজেরও। পরিবারের সদস্য, বৃদ্ধার ছেলে বিকাশ পাঁজা জানান, ‘‘আমরা অতি-আধুনিক হতে গিয়ে গাছকে অবহেলা করি। সামান্য কারণেই কেটে ফেলে নিজেরাই বিশ্ব উষ্ণায়নকে ডেকে এনেছি। আর, আজ তার ফল ভোগ করছি। তাই, এই পরিস্থিতিতে মা যেভাবে গাছের প্রতি নিজের আন্তরিক ভালবাসার প্রকাশ ঘটিয়েছেন তাকে মর্যাদা দিয়েই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি।’’
পরিবারটি জানাচ্ছে, আগামী দিনে প্রত্যেকেই দু'টি গাছকে সন্তান স্নেহে লালন পালন করবেন। এদিনের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চন্দ্রকোণা ১নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী-সহ অনেকেই। তিনিও এই আয়োজনে আপ্লুত। এমন ছোট ছোট উদ্যোগে পৃথিবী আগের রূপে ফিরবে বলেই অনেকেই আশাবাদী।