বৈশাখ মাসের অন্যতম শুভ ক্ষণ বা তিথি হল অক্ষয় তৃতীয়া৷
2/ 11
এ বছর অক্ষয় তৃতীয়া পড়েছে রবিবার, ২৩ এপ্রিল৷
3/ 11
বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। পৌরাণিক কালপ্রবাহ থেকেই এই তিথি শুভ।
4/ 11
প্রচলিত বিশ্বাস, এই তিথিতে যে কাজ করা হয়, তা অক্ষয় হয়ে রয়ে যায়৷ তাই দুই মিলিয়ে এই দিনের নাম অক্ষয় তৃতীয়া৷
5/ 11
যে কোনও শুভ কাজের জন্য এই তিথিকে আদর্শ বলে মনে করা হয়৷ গৃহপ্রবেশ, হলকর্ষণ থেকে শুরু করে বিবাহ-এই কাজগুলির জন্য আদর্শ এই পুণ্যলগ্ন৷
6/ 11
অক্ষয় তৃতীয়ার সঙ্গে জুড়ে থাকে হালখাতার বিষয়ও৷ পয়লা বৈশাখের বদলে অনেক ব্যবসায়ীই অক্ষয় তৃতীয়ায় হালখাতা রীতি পালন করেন৷
7/ 11
হালখাতা হল সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা পার্বণ বা রীতি৷ সম্প্রদায় নির্বিশেষে অংশ নেওয়া হয় এই রীতি রেওয়াজে৷
8/ 11
অতীতে পয়লা বৈশাখের তুলনায় অক্ষয় তৃতীয়া লগ্নের গুরুত্ব ছিল অনেক বেশি৷ কালক্রমে দিনটির গুরুত্ব কিছুটা স্তিমিত হলেও আমাদের জীবনের নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে গিয়েছে হালখাতার রীতি৷
9/ 11
এ বার অক্ষয় তৃতীয়ার শুভ ক্ষণ হল ২২ এপ্রিল, শনিবার সকাল ৭টা ৪৯ মিনিট থেকে ২৩ এপ্রিল থেকে রবিবার সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত৷
10/ 11
শনিবারই তৃতীয়া তিথি শুরু হচ্ছে৷ তবে রবিবার সূর্যোদয়ের সময় তৃতীয়া তিথি থাকায় সেদিনই অক্ষয় তৃতীয়া বলে বিবেচিত হবে৷
11/ 11
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
অতীতে পয়লা বৈশাখের তুলনায় অক্ষয় তৃতীয়া লগ্নের গুরুত্ব ছিল অনেক বেশি৷ কালক্রমে দিনটির গুরুত্ব কিছুটা স্তিমিত হলেও আমাদের জীবনের নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে গিয়েছে হালখাতার রীতি৷