বছর সেরায় বছর শুরু, সিনেমার সমাবর্তন পুরস্কার একাধারে পূরণ করল গুণীসম্মান আর বিনোদনের প্রতিশ্রুতি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
West Bengal Film Journalist’s Association Award 2026, যা সিনেমার সমাবর্তন নামে পরিচিত, তার ১০ম B2B সংস্করণ অনুষ্ঠিত হল রবিবার ১১ জানুয়ারি, ২০২৬ তারিখে।
কলকাতা: দর্শক শুধু ছবি দেখেন। অথচ আরও একদল মানুষ নীরবে ইন্ডাস্ট্রিকে সমর্থন করেন, ছবিকে ঘিরে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাঁরা হলেন ফিল্ম সাংবাদিক। প্রতিটি ছবি দেখা, সমর্থন করা বা সমালোচনা করা- এই অবিচ্ছিন্ন কাজের মাধ্যমেই তাঁরাই ইন্ডাস্ট্রির ভাবনা ও মূল্যায়নকে সচল রাখেন।
১৯৩২ সাল থেকে বাংলার প্রাচীনতম ফিল্ম সমালোচক ও সাংবাদিকদের একটি সংগঠন চলচ্চিত্রের গুণগত মান, জনমত গঠন এবং বক্স অফিস ও সৃজনশীলতাকে সমভাবে সমর্থনের লক্ষ্যে কাজ করে চলেছে। তারা প্রতি বছরের জানুয়ারির দ্বিতীয় রবিবার কোনওরকম চাকচিক্য, গ্ল্যামার বা বাহুল্য ছাড়াই বাংলার সিনেমার জন্য এক অনাড়ম্বর অথচ নিখুঁত সম্মাননা প্রদানের আয়োজন করে চলেছে।
advertisement

advertisement

সিনেমার সমাবর্তন নিজেকে বছরের প্রথম পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং বঙ্গ/পূর্ব ভারতের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত B2B ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। West Bengal Film Journalist’s Association Award 2026, যা সিনেমার সমাবর্তন নামে পরিচিত, তার ১০ম B2B সংস্করণ অনুষ্ঠিত হল রবিবার ১১ জানুয়ারি, ২০২৬ তারিখে। এ বছর আজীবন অবদানের সম্মান তুলে দেওয়া হল বিপ্লব চট্টোপাধ্যায়ের হাতে, অসুস্থতা সত্ত্বেও বর্ষীয়াণ অভিনেতার উপস্থিতি আলো ছড়াল অনুষ্ঠানে। এ বছর বিশেষ পুরস্কারে সম্মানিত করা হল মাধবী মুখোপাধ্যায়কেও। ঋত্বিক ঘটকের শতবর্ষের স্মরণে সম্মানিত করা হয় কিংবদন্তি অভিনেত্রীকে ৷
advertisement


এক ঝলকে দেখে নেওয়া যাক সেরার তালিকা।
advertisement
সেরা চলচ্চিত্র:
মায়ানগর
সেরা পরিচালক:
সৃজিত মুখোপাধ্যায়- সত্যি বলে সত্যি কিছু নেই
সেরা অভিনেতা:
পরমব্রত চট্টোপাধ্যায়- কিলবিল সোসাইটি
দেব- প্রজাপতি ২
সেরা অভিনেত্রী:
শুভশ্রী গঙ্গোপাধ্যায়- গৃহপ্রবেশ
সেরা সহ-অভিনেতা:
রুদ্রনীল ঘোষ- ধূমকেতু
advertisement
সেরা সহ-অভিনেত্রী:
সৌরসেনী মিত্র- সত্যি বলে সত্যি কিছু নেই
চান্দ্রেয়ী ঘোষ- লক্ষ্মীকান্তপুর লোকাল
সেরা সম্ভাবনাময় পরিচালক:
সৌরভ পালধি- অঙ্ক কী কঠিন
সেরা সম্ভাবনাময় অভিনেতা:
প্রসূন সোম- অঙ্ক কী কঠিন
সেরা সম্ভাবনাময় অভিনেত্রী:
ইধিকা পাল- রঘু ডাকাত
advertisement
সেরা জনপ্রিয় চলচ্চিত্র:
দ্য একেন- বেনারসে বিভীষিকা
সেরা জনপ্রিয় অভিনেতা:
অনির্বাণ চক্রবর্তী- দ্য একেন- বেনারসে বিভীষিকা

সেরা অভিনেতা- নেতিবাচক চরিত্র:
সৌরভ দাস- দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
advertisement
সেরা কৌতূকাভিনেতা:
খরাজ মুখোপাধ্যায়- প্রজাপতি ২
সেরা চিত্রনাট্য:
সৃজিত মুখোপাধ্যায়- সত্যি বলে সত্যি কিছু নেই
আদিত্য বিক্রম সেনগুপ্ত- মায়ানগর
সেরা শিল্প পরিচালক:
ঋদ্ধি বসাক, নিরঞ্জন ভট্টাচার্য- এই রাত তোমার আমার
সেরা সাউন্ড ডিজাইন, মিশ্রণ:
অদীপ সিং মনকি, অনিন্দিতা রায়- সত্যি বলে সত্যি কিছু নেই
সেরা কস্টিউম ডিজাইনার:
পৌলমী গুপ্ত- রান্না বাটি
সেরা মেকআপ আর্টিস্ট:
প্রসেনজিৎ দে- মৃগয়া
সেরা সঙ্গীত পরিচালক:
ইন্দ্রদীপ দাশগুপ্ত- গৃপ্রবেশ
জিৎ গঙ্গোপাধ্যায়- প্রজাপতি ২
সেরা নেপথ্য সঙ্গীত:
প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়- পুতুলনাচের ইতিকথা
সেরা গায়ক:
অরমান রাশিদ খান- সাঁইয়া বিনা, গৃহপ্রবেশ

সেরা গায়িকা:
জয়তী চক্রবর্তী- দেখো দেখো কানাইয়ে, লহ গৌরাঙ্গের নাম রে
সেরা গীতিকার:
ঋতম সেন- ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা, লহ গৌরাঙ্গের নাম রে
লাইফ টাইম অ্যাচিভমেন্ট:
বিপ্লব চট্টোপাধ্যায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2026 12:14 PM IST









