হিন্দি সিনেমার স্বর্ণযুগের কথা হলে আর নূতন-এর কথা না উঠলে, সেটা তো সম্ভবই না। ওনার সরলতা, গভীরতা আর অভিনয়ের সংবেদনশীলতা অনেক গানকে অমর করে দিয়েছে। ১৯৭০ সালে আসা ফিল্ম 'ইয়াদগার'-এও উনি এমনই একটা গান দিয়েছিলেন। সেই গানটা হল, ‘জিস পথ পে চলা, উস পথ পে মুঝে আঁচল তো বিছানে দে...’, যা আজও সঙ্গীতপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে রেখেছে। এই গানে দেবানন্দের সঙ্গে অনেক হিট ফিল্ম দেওয়া নূতন নিজের সম্পর্কে বলছেন। কিন্তু মনোজ কুমার সামনে সামনে হাঁটতে থাকেন আর একটুও ভাব প্রকাশ করেন না। ওনার মুখের ভাব, চোখের ভাষা আর সরলতা গানটার আবেগকে পুরোপুরি জীবন্ত করে তোলে। বিয়েতে তো এই গানটা অবশ্যই গাওয়া হয়। আজকের দ্রুতগতির মিউজিক ট্রেন্ডের মধ্যে যখন মানুষ এই গানটা শোনে, তখন তাঁরা পুরনো সময়ের সরলতা আর আবেগের গভীরতার অভাব অনুভব করে।
Last Updated: Jan 12, 2026, 11:03 IST


