প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের বেলদাতে রয়েছে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তবে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই বেশ কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ঝাঁ চকচকে সুপার স্পেশালিটি হাসপাতাল। এই সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হলে শুধু নারায়ণগড় ব্লক নয়, উপকৃত হবেন নারায়ণগড়, কেশিয়াড়ি, দাঁতন ১ ও দাঁতন ২ ব্লক এলাকার মানুষজন।
আরও পড়ুন- হঠাৎ সামনে চলে এলেন মহিলা, গাড়ি থামিয়ে দিলেন মমতা! মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ মেদিনীপুরে
advertisement
সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হলে থাকবে উন্নত পরিষেবা। প্রশাসন সূত্রে খবর, উন্নতমানের চিকিৎসা হবে এই সুপার স্পেশালিটি হাসপাতালে। থাকবে বহির্বিভাগ থাকবে ইমারজেন্সি ব্যবস্থাও। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হলে অন্যত্র চিকিৎসার জন্য যেতে হবে না স্থানীয়দের।
আরও পড়ুন- ধসে ভেঙেছে স্কুলের একদিক, সেখানেই চলছে পঠনপাঠন, শ্রেণিকক্ষের মধ্যে হচ্ছে মিড ডে মিলের রান্না
প্রসঙ্গত বেলদা,কেশিয়াড়ি, নারায়ণগড়, দাঁতন এলাকা থেকে উন্নততর চিকিৎসার কারণে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল কিংবা খড়গপুর মহকুমা হাসপাতাল এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হতো। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে উন্নত পরিষেবা কিংবা বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার না থাকার কারণে সমস্যার সম্মুখীন হতে হতো রোগী ও তার পরিজনদের। এবার অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার সাথে উদ্বোধন হল বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল। তবে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা হাসপাতাল চালু হলে উপকৃত হবেন এলাকারবাসি। রাজ্য সরকারের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।
Ranjan Chanda