West Bardhaman News: ধসে ভেঙেছে স্কুলের একদিক, সেখানেই চলছে পঠনপাঠন, শ্রেণিকক্ষের মধ্যে হচ্ছে মিড ডে মিলের রান্না

Last Updated:

ধসে বছর তিনেক আগে স্কুলের একদিক ভেঙে পড়ে, বাকি বিল্ডিংয়েও ধরেছে ফাটল। তবুও প্রশাসনের হেলদোল নেই। বাধ্য হয়ে ওই বিপজ্জনক ভবনেই চলছে পঠনপাঠন। শ্রেণিকক্ষের মধ্যে হচ্ছে মিড ডে মিলের রান্না

+
title=

পশ্চিম বর্ধমান: স্কুল ভবনের একাংশ নেই। অবশিষ্ট যে অংশটি আছে সেখানেও ধরেছে একাধিক ফাটল। সেই অবস্থাতেই চলছে পড়াশোনা। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নিয়ে ভগ্ন স্কুল ভবনে পঠন-পাঠনের এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকরাও। আসানসোলের রঘুনাথবাটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ‌
ওই ভগ্ন স্কুল বিল্ডিংয়ের মধ্যে পড়াশোনার পাশাপাশি চলছে মিড ডে মিলের রান্নাও। বছর কয়েক আগে ধসের কারণে স্কুলের একাংশ‌ও ভেঙে পড়ে। স্কুলের হাল ফেরাতে প্রশাসনের কাছে একাধিকবার দরবার করা হয়েছে, তবুও কিছুই হয়নি। রঘুনাথবাটি মূলত ধস প্রবণ এলাকা। সেই কারণেই স্কুলটির এমন বেহাল অবস্থা। এই পরিস্থিতিতে নতুন স্কুল ভবন তৈরির জন্য দিন গুনছেন শিক্ষক থেকে পড়ুয়া সকলে। এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও নতুন স্কুল বিল্ডিং গড়ে ওঠেনি।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার পাল জানান, এইভাবে স্কুল চালাতে গিয়ে প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। মিড ডে মিলের রান্না নিয়েও সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে তাঁর আবেদন, দ্রুত একটা কিছু ব্যবস্থা করা হোক।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: ধসে ভেঙেছে স্কুলের একদিক, সেখানেই চলছে পঠনপাঠন, শ্রেণিকক্ষের মধ্যে হচ্ছে মিড ডে মিলের রান্না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement