এদিন এই প্রদর্শনীতে বিদ্যালয়ে পঞ্চাশের বেশি ছাত্র-ছাত্রীদের হাতে বানানো নানা হস্তশিল্পে ভরে উঠে। এই প্রদর্শনী ঘুরে দেখেন নারায়ণগড়ের বিডিও। খুদেদের প্রদর্শনী দেখে মুগ্ধ হয়েছেন ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক। প্রতিষ্ঠানের পড়ুয়ারা তাদের শিল্প মুন্সিয়ানায় সঙ্গে তুলে ধরেছে। ছবি-সহ বিভিন্ন হাতের কাজ ছিল সেখানে।
আরও পড়ুন: ফের IIT খড়গপুরে ভিনরাজ্যের ছাত্রের মৃত্যু! কেন বারবার ছাত্র মৃত্যু? ঘনীভূত রহস্য
advertisement
প্রসঙ্গত, শিশুদের মধ্যে হারিয়ে যাচ্ছে শিল্প চর্চার তাগিদ। বর্তমানে অনলাইন নির্ভর সমাজে ছাত্রছাত্রীরা মোবাইল নিয়েই ব্যস্ত। তাই তাদের শিল্পে উৎসাহ দিতেই কিছুটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা। সেখান থেকেই ছাত্র-ছাত্রীদের নিজেদের হাতের তৈরি শিল্প সম্ভারে পরিপূর্ণ হয়ে ওঠে এই প্রদর্শনী।
আরও পড়ুন: ভোটে হিংসা হানাহানি বন্ধ হোক, সচেতনতায় কবিতা লিখলেন মুদি দোকানী
হাতে বানানো নানা দ্রব্য, পাশাপাশি হাতে আঁকা ছবি। সবটা নিয়ে পরিপূর্ণ ছিল এই দিনের প্রদর্শনী কক্ষ। এই প্রদর্শনীর সাফল্যের পর আগামীতে এলাকার আরও ছেলে মেয়েদের নিয়ে বড় আকারে প্রদর্শনী হবে বলে জানিয়েছেন তাপসী ঘোষ। এখানে প্রদর্শনিতে খুশি সংস্কৃতি মনস্ক সকলে। পাশাপাশি খুশি প্রদর্শনীতে অংশগ্রহনকারী ছাত্রছাত্রীরাও।
Ranjan Chanda