IIT Kharagpur: ফের IIT খড়গপুরে ভিনরাজ্যের ছাত্রের মৃত্যু! কেন বারবার ছাত্র মৃত্যু? ঘনীভূত রহস্য
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ফের ভিনরাজ্যের ছাত্রের আইআইটির এক ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে খড়গপুর আইআইটির আর কে হল-এর মধ্যে থাকা ছাত্র সূর্যে দীপান।
ফের ভিনরাজ্যের ছাত্রের আইআইটির এক ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে খড়গপুর আইআইটির আর কে হল-এর মধ্যে থাকা ছাত্র সূর্যে দীপান। বয়স ২২ বছর। ইন্টার্নশিপ করছিল সে। তাঁর বাড়ি কেরলের তিরুবন্তপুরমে। বুধবার রাত্রে আর কে হল থেকে তাঁর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এরপর পুলিশ হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।
ঠিক কী কারনে তাঁর মৃত্যু তা নিয়ে তদন্ত নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ। এইদিকে ফইজানের মৃত্যু ঘিরে যখন তোলপাড় আইআইটি তখন এই ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে ফেল প্রশ্নর মুখে খড়গপুর আইআইটি মতন শিক্ষা প্রতিষ্ঠান। যদিও প্রাথমিক রিপোর্ট হিসেবে পাওয়া গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু, তা বৃহস্পতিবার ময়নাতদন্তের পর জানা যাবে।
advertisement
advertisement
তবে এই প্রথম নয়। এর আগেও খড়গপুর IIT-তে এমন ঘটনা ঘটেছে। সে নিয়ে হয়েছে মামলাও হয়েছে। ২০২২ সালের ১৪ অক্টোবর খড়গপুর IIT ক্যাম্পাসের (IIT kharagpur) একটি ছাত্রাবাস থেকে ফয়জল আহমেদের দেহ উদ্ধার করা হয়। IIT-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। বছর ২৩-এর এই পড়ুয়ার মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে ছিল। ঘটনাটি র্যাগিংয়ের কারণে বলে অভিযোগ ওঠে। মৃত ছাত্রের বাবা-মা সঠিক তদন্ত চেয়ে কোর্টের দ্বারস্থ হন।
advertisement
প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ বলা হলেও আগের ঘটনাকে মাথায় রেখে রহস্য ঘনীভূত হয়েছে। সত্যি কী কেবল এই কারণ নাকি অন্য কিছু তা জানার জন্য পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত। ময়নাতদন্ত না হলে এর আসল কারণ জানা যাচ্ছে না। পাশাপাশি পুলিশও তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 12:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
IIT Kharagpur: ফের IIT খড়গপুরে ভিনরাজ্যের ছাত্রের মৃত্যু! কেন বারবার ছাত্র মৃত্যু? ঘনীভূত রহস্য