Panchayat Election 2023: ভোটে হিংসা হানাহানি বন্ধ হোক, সচেতনতায় কবিতা লিখলেন মুদি দোকানী
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
হিংসা নয় শান্তি চাই ।কবিতা লিখে সচেতনতার বার্তা মুদি ব্যবসায়ীর।
দাঁতন: ভোট এলে দিকে দিকে উত্তেজনার পারদ চড়ে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসে বিক্ষিপ্ত অশান্তির ছবি। মনোনয়ন হোক কিংবা ভোটের দিন বিভিন্ন জায়গায় থেকে নানা হানাহানির ঘটনা উঠে আসে। গণতন্ত্রের উৎসবে চলে মারামারি হানাহানির ঘটনা। ভোটকে কেন্দ্র করে যাতে কোনও রকম প্রাণহানির ঘটনা না ঘটে, সে বিষয়ে কবিতা লিখে সচেতনতামূলক প্রচার করছেন প্রশান্ত চন্দ ।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারী এলাকার বাসিন্দা প্রশান্ত বাবু আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সচেতনতামূলক কবিতা লিখেছেন। ভোটে হিংসে নয়, কিংবা গণতন্ত্র মজবুত করতে শান্তিপূর্ণ ভোট চাই, একাধিক দু লাইনের কবিতা লেখা প্ল্যাকার্ড প্রস্তুত করছেন তিনি।ভোটের আগে এই সচেতনতামূলক প্ল্যাকার্ড তিনি নারায়ণগড়, কেশিয়াড়ি এবং দাঁতনের বিভিন্ন ভোটকেন্দ্রে দেবেন।
advertisement
advertisement
মোগলমারী বাস স্ট্যান্ড এলাকায় প্রশান্তবাবুর ছোট্ট মুদি দোকান রয়েছে। মুদি দোকানের অর্থে সংসার চালানোর পাশাপাশি নিজের শখের বশেই এই সচেতনতামূলক প্রচার চালান তিনি।ভোটের আগে কেন্দ্রে লেখেন এই ধরনের প্ল্যাকার্ড।
advertisement
শুধু এবারে নয়, প্রায় বেশ কয়েক বছর ধরেই তিনি এই প্রচার চালিয়ে আসছেন। বারংবার নানা কটাক্ষেরও শিকার হতে হয়েছে তাঁকে।তবে তিনি দমে যাননি। নিজের ইচ্ছেতেই তিনি এই কাজটি করেন। প্রশান্তবাবুর বক্তব্য, তারই সচেতনতামূলক কবিতার মধ্য দিয়ে যদি হিংসা, হানাহানি বন্ধ হয়, তাতে সাধারণ মানুষেওরই লাভ হবে।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 12:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Panchayat Election 2023: ভোটে হিংসা হানাহানি বন্ধ হোক, সচেতনতায় কবিতা লিখলেন মুদি দোকানী