Panchayat Election 2023: দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন জমা দেওয়ার হিড়িক, জমা পরা মনোনয়নের সংখ্যা জানলে অবাক হবেন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
এখনও পর্যন্ত জেলা পরিষদের ২৫ টি আসনে মনোনয়ন জমা পড়েছে। এছাড়াও পঞ্চায়েত সমিতির ৮১ টি আসনের জন্য ৮৭ টি, গ্রামে পঞ্চায়েতে ৫১২ টি আসনের জন্য ৬৩১ টি মনোনয়ন জমা পড়েছে।
দক্ষিণ ২৪ পরগনা: ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। শাসক থেকে বিরোধী সবকটি রাজনৈতিক দল নিজেদের মত করে পরিকল্পনা তৈরি করছে। শুরু হয়েছে মনোনয়নয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। সেই পক্রিয়ায় অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নমিনেশান জমা দিচ্ছেন সংশ্লিষ্ট অফিসে।
গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে নমিনেশান জমা দেওয়া হচ্ছে বিডিও অফিসগুলিতে। জেলা পরিষদ স্তরে নমিনেশান জমা দেওয়া হচ্ছে এসডিও ও ডিএম অফিসে। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণায় নমিনেশান জমা দিতে প্রথম থেকে মানুষজনের মধ্যে উৎসাহ তুঙ্গে। শুধুমাত্র নির্দিষ্ট রাজনৈতিক দল নয় নির্দলেও নমিনেশান জমা দিয়েছেন অনেকেই।
advertisement
advertisement
এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ২৫ টি জেলা পরিষদ আসনে নমিনেশান দেওয়া হয়েছে। এরমধ্যে বিজেপি ৮, সিপিআইএম ৬, কংগ্রেস ২, এবং অন্যান্যরা ৯ টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনোও নমিনেশান জমা দেওয়া হয়নি।পঞ্চায়েত সমিতির ৮১ টি আসনের জন্য মনোনয়ন জমা পড়েছে ৮৭ টি। এরমধ্যে তৃণমূল ১৭, বিজেপি ৩৩, সিপিআইএম ২৬, কংগ্রেস ৪, নির্দল ৪ ও অন্যান্য ০৩ টি নমিনেশান জমা পড়েছে।
advertisement
গ্রাম পঞ্চায়েতের ৫১২ টি আসনের জন্য নমিনেশান জমা পড়েছে ৬৩১ টি। এরমধ্যে তৃণমূল ১২৮, বিজেপি ২৪৪, সিপিআইএম ১৮৬, কংগ্রেস ২০, নির্দল ৩১ ও অন্যান্য ২২ টি নমিনেশান জমা পড়েছে। মাত্র দুদিনে নমিনেশান জমা দেওয়ার এই হার চলতে থাকলে দক্ষিণ ২৪ পরগনায় বিপুল সংখ্যক নমিনেশান জমা পড়তে চলছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 2:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন জমা দেওয়ার হিড়িক, জমা পরা মনোনয়নের সংখ্যা জানলে অবাক হবেন