Panchayet Election 2023: বড় অভিযোগ! প্রথম দিনে মনোনয়ন জমা দিতে পারলেন না অনেকেই
- Published by:Sayani Rana
- Written by:Saradindu Ghosh
Last Updated:
প্রস্তুত নয় প্রশাসন। পঞ্চায়েত নির্বাচনের প্রথম দিনে এমনই অভিযোগ তুলল বিরোধী রাজনৈতিক দলগুলি।
পূর্ব বর্ধমান: প্রস্তুত নয় প্রশাসন। পঞ্চায়েত নির্বাচনের প্রথম দিনে এমনই অভিযোগ তুলল বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও সে অভিযোগ মানতে চায়নি পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। যদিও প্রশাসনের কর্মী আধিকারিকদের অনেকেই বলছেন, একদিনও সময় মেলেনি। তাই সব সামাল দিতে অসুবিধাই হয়েছে।
মনোনয়ন পত্র তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা সকাল থেকেই ব্লক অফিসে ভিড় জমিয়েছিলেন। কিন্তু কার্যত তাদের মনোনয়ন জমা দেবার জন্য যে আবেদনপত্র লাগবে সেই ডিসিআর দিতেই হিমশিম খায় ব্লক প্রশাসন। কারণ বহু জায়গাতেই রেডি ছিল না প্রয়োজনীয় কাগজ পত্র।
advertisement
advertisement
বর্ধমান দক্ষিণ মহকুমার একটি ব্লকের এক আধিকারিক বলেন, “এভাবে ২৪ ঘন্টার সময় না দিয়ে মনোনয়ন পত্র জমা দেবার ঘোষণায় আমরা নাকাল হচ্ছি। কোনও রকমে অফিসের কম্পিটারের প্রিন্টার ব্যবহার করে একশো মতন ডিসিআর রেডি করেছি। জেলা থেকে আসতে আজ রাত অথবা কাল সকাল হবে বলে জানানো হয়েছে। তিনবার পঞ্চায়েত নির্বাচন করিয়েছি এর আগে। এই অবস্থায় কোনওদিন পড়তে হয়নি। আরও দুদিন বাড়িয়ে সোমবার থেকে করা হলে সব ঠিক থাকত।”
advertisement
কমবেশী সমস্ত ব্লকেই এই একই সমস্যা দেখা গিয়েছে। কোথাও বেলা দেড়টায়, কোথাও বারোটার পরে প্রয়োজনীয় কাগজ দেবার কাজ শুরু হয়েছে। সর্বদলীয় বৈঠকে এই বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, “রায়না, খন্ডঘোষ-সহ জেলার সর্বত্রই আমাদের কর্মীরা সকাল থেকে বিডিও অফিসে গিয়ে বসেছিলেন। কোন কাগজ দেওয়া হয়নি।” সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হাসান বলেন, “পরিকল্পনা করে বিরোধীদের নির্বাচনে অংশগ্রহন করার ক্ষেত্রে বাধা তৈরির জন্য এই সব করেছে।”
advertisement
তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেছেন। আমরা প্রস্তুত নির্বাচনে লড়াই করার জন্য।” জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, “প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি ছিল। ব্লক অফিসে একজন করে ম্যাজিস্ট্রেট ও ফটোগ্রাফার রেখেছি আমরা। এখনও কোথাও থেকে আমাদের কাছে ডিসিআর না পাওয়ার অভিযোগ মেলেনি।”
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 6:57 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Panchayet Election 2023: বড় অভিযোগ! প্রথম দিনে মনোনয়ন জমা দিতে পারলেন না অনেকেই