New Town: এ কী কাণ্ড! নিউটাউনের রাস্তায় এবার দেখা যাবে রোবট, কারণ শুনলে অবাক হবেন

Last Updated:

স্মার্ট সিটি নিউটাউনের নতুন সংযোজন ম্যানহোল ক্লিনিং রোবট। সামনেই বর্ষাকাল। আর বর্ষাকালে আবর্জনা ভরে গিয়ে নিকাশি ব্যবস্থা থমকে যায়। যার ফলে জল জমার প্রবণতা থেকে যায়। এবার তার হাত থেকে রক্ষা পেতে রোবটকে ব্যবহার করবে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি।

কলকাতা: স্মার্ট সিটি নিউটাউনের নতুন সংযোজন ম্যানহোল ক্লিনিং রোবট। সামনেই বর্ষাকাল। আর বর্ষাকালে আবর্জনা ভরে গিয়ে নিকাশি ব্যবস্থা থমকে যায়। যার ফলে জল জমার প্রবণতা থেকে যায়। এবার তার হাত থেকে রক্ষা পেতে রোবটকে ব্যবহার করবে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। ইতিমধ্যে এক একটি ৩৬ লক্ষ টাকার বিনিময়ে তিনটি ম্যানহোল ক্লিনিং রোবট কিনেছে তারা।
এর নির্মাতা জেন রোবোটিক্স। আপাতত সারা দেশে ১৯ টি শহরে এই মেশিন নিকাশি ব্যবস্থাকে চালু রাখতে ব্যবহার করা হচ্ছে। এবার নিউটাউনে রাস্তাঘাটে দেখা যাবে এই ম্যানহোল ক্লিনিং মেশিনকে আপাতত পরীক্ষামূলকভাবে তিনটি রোবটকে দিয়ে কাজ শুরু করেছে এন কে ডি এ।
advertisement
advertisement
পরবর্তীকালে আরও রোবট কেনা হবে। এই ব্যবস্থার ফলে দ্রুততার সঙ্গে ম্যানহোল পরিষ্কার করা যাবে। বিষাক্ত গ্যাসের চিহ্নিতকরণের জন্য রোবর্ট ক্লিনিংয়ে রয়েছে সেন্সর ও ক্যামেরা। ড্রেনের মধ্যে গিয়ে কোথায় আবর্জনা জমে আছে সেটা রোবটে থাকা ক্যামেরার সাহায্যে তা চিহ্নিত করে পরিষ্কার করা যাবে।
ম্যানহোল ক্লিনিং রোবট ম্যানহোল ক্লিনিং রোবট
advertisement
ম্যানহলে কোথাও বিষাক্ত গ্যাস আছে কিনা তাও চিহ্নিত করবে রোবটে থাকা সেন্সর। এই রোবটটি চলবে ছোট জেনেরেটর এর মাধ্যমে, বলে জানালেন এনকেডিএর ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ সেন। তিনি আরও জানান পশ্চিমবঙ্গে এই রোবটের ব্যবহার নিউটাউনেই প্রথম। আর এই রোবর্ট আসায় নিউটাউন আরও স্মার্ট হবে পাশাপাশি পরিস্কারও থাকবে বলে তিনি আশাবাদী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town: এ কী কাণ্ড! নিউটাউনের রাস্তায় এবার দেখা যাবে রোবট, কারণ শুনলে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement