New Town: এ কী কাণ্ড! নিউটাউনের রাস্তায় এবার দেখা যাবে রোবট, কারণ শুনলে অবাক হবেন
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
স্মার্ট সিটি নিউটাউনের নতুন সংযোজন ম্যানহোল ক্লিনিং রোবট। সামনেই বর্ষাকাল। আর বর্ষাকালে আবর্জনা ভরে গিয়ে নিকাশি ব্যবস্থা থমকে যায়। যার ফলে জল জমার প্রবণতা থেকে যায়। এবার তার হাত থেকে রক্ষা পেতে রোবটকে ব্যবহার করবে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি।
কলকাতা: স্মার্ট সিটি নিউটাউনের নতুন সংযোজন ম্যানহোল ক্লিনিং রোবট। সামনেই বর্ষাকাল। আর বর্ষাকালে আবর্জনা ভরে গিয়ে নিকাশি ব্যবস্থা থমকে যায়। যার ফলে জল জমার প্রবণতা থেকে যায়। এবার তার হাত থেকে রক্ষা পেতে রোবটকে ব্যবহার করবে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। ইতিমধ্যে এক একটি ৩৬ লক্ষ টাকার বিনিময়ে তিনটি ম্যানহোল ক্লিনিং রোবট কিনেছে তারা।
এর নির্মাতা জেন রোবোটিক্স। আপাতত সারা দেশে ১৯ টি শহরে এই মেশিন নিকাশি ব্যবস্থাকে চালু রাখতে ব্যবহার করা হচ্ছে। এবার নিউটাউনে রাস্তাঘাটে দেখা যাবে এই ম্যানহোল ক্লিনিং মেশিনকে আপাতত পরীক্ষামূলকভাবে তিনটি রোবটকে দিয়ে কাজ শুরু করেছে এন কে ডি এ।
advertisement
advertisement
পরবর্তীকালে আরও রোবট কেনা হবে। এই ব্যবস্থার ফলে দ্রুততার সঙ্গে ম্যানহোল পরিষ্কার করা যাবে। বিষাক্ত গ্যাসের চিহ্নিতকরণের জন্য রোবর্ট ক্লিনিংয়ে রয়েছে সেন্সর ও ক্যামেরা। ড্রেনের মধ্যে গিয়ে কোথায় আবর্জনা জমে আছে সেটা রোবটে থাকা ক্যামেরার সাহায্যে তা চিহ্নিত করে পরিষ্কার করা যাবে।

advertisement
ম্যানহলে কোথাও বিষাক্ত গ্যাস আছে কিনা তাও চিহ্নিত করবে রোবটে থাকা সেন্সর। এই রোবটটি চলবে ছোট জেনেরেটর এর মাধ্যমে, বলে জানালেন এনকেডিএর ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ সেন। তিনি আরও জানান পশ্চিমবঙ্গে এই রোবটের ব্যবহার নিউটাউনেই প্রথম। আর এই রোবর্ট আসায় নিউটাউন আরও স্মার্ট হবে পাশাপাশি পরিস্কারও থাকবে বলে তিনি আশাবাদী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 5:56 PM IST