WB Panchayat Election 2023 : মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী হত্যাকাণ্ডে জেলা সভাপতিদের সঙ্গে কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের, চাওয়া হল সব তথ্য
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
WB Panchayat Election 2023 : বিরোধীরা একযোগে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে। এই অবস্থায় দলের শীর্ষ নেতৃত্বের তরফে জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে
কলকাতা : বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার এক দিনের মধ্যে মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই ঘটনায় জেলা সভাপতিদের সঙ্গে কথা হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে৷ যাদের নাম উঠে এসেছে তাদের দলে ভূমিকা কী, সেটাও জানতে চাওয়া হয়েছে।রানিনগর, ভরতপুর, রাণাঘাট, নাকাশিপাড়া, বাঁকুড়ার নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে শীর্ষ নেতৃত্বের।
বিরোধীরা একযোগে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে। এই অবস্থায় দলের শীর্ষ নেতৃত্বের তরফে জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্য, সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া যাবে না। বিরোধীরা যে অভিযোগ তুলছে তার আগে দলের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে।তৃণমূলের কাছে প্রাথমিক রিপোর্ট এসেছে যে কংগ্রেস প্রথমে আক্রমণ চালায় । এরপর দ্বিতীয় হামলার ঘটনা খড়গ্রামে ঘটে।
advertisement
advertisement
প্রসঙ্গত শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার মাড়গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মী ৩০ বছর বয়সি রতনপুরে ফুলচাঁদ শেখকে গুলি করে খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে এই হত্যাকাণ্ডের দশ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কাজল শেখ ও সফিক শেখ। তারা রতনপুর গ্রামের বাসিন্দা। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে কংগ্রেস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 12:42 PM IST