TRENDING:

West Bengal News: দেড় লক্ষ টাকায় বিক্রি হয়েছিল ডেবরার যুবতী, তারপর যা ঘটল, অভাবনীয়!

Last Updated:

West Bengal News: বুধবার সকাল ৯ টা নাগাদ ডেবরা থানায় উপস্থিত হন তারা। আজই উদ্ধার হওয়া যুবতীকে আজই তোলা হবে আদালতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডেবরা: বিহারে দেড় লক্ষ টাকায় বিক্রি হওয়া যুবতীকে উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ। গত ২০ ডিসেম্বর ২০২২ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একটি এলাকায় থেকে এক যুবতীকে কাজের প্রলোভন দেখিয়ে বিহারে দেড় লক্ষ টাকায় বিক্রি করা অভিযোগ উঠেছিল গোলগ্রাম এলাকার এক দম্পতির বিরুদ্ধে।ডেবরা থানায় অভিযোগ দায়ের করার পর দম্পতির একজনকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ।বিহারে গিয়ে ৫ দিন কাটানোর পর ওই যুবতীকে বিহারের পূর্ব চম্পারন জেলার পাহাড়পুর থানার বালুহারি থরকট্টি গাওন এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে এস আই কার্তিক বসাকের টিম।
advertisement

বুধবার সকাল ৯ টা নাগাদ ডেবরা থানায় উপস্থিত হন তারা। আজই উদ্ধার হওয়া যুবতীকে আজই তোলা হবে আদালতে।নেওয়া হবে গোপন জবানবন্দি।বিহারে জোর পূর্বক এক ব্যাক্তি বিয়ে করে রেখেছিল ওই যুবতীকে। অবশেষে পুলিশের তৎপরতায় নিজের বাড়ি ফিরতে চলেছে ওই যুবতী।গত বছরের অক্টোবর মাসের ২০ তারিখ ঘটনা ঘটার পরেই ৩০ তারিখ ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়।

advertisement

আরও পড়ুন: বাগুইআটিতে জোড়া নাবালক খুন, গোপন বয়ান রেকর্ড রাজসাক্ষী দিব্যেন্দুর!

আরও পড়ুন: পাখির চোখ অভিষেকের, নজর মমতারও! মেঘালয়ে এবার তুমুল চমক তৃণমূলের?

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অভিযোগের তদন্তে নেমে দম্পতির একজন পারুল সিংহকে গ্রেফতার করে পুলিশ।অপরদিকে তার স্বামী পলাতক। পুলিশ সুত্রে খবর ওই দম্পতি ডেবরার দুটি জায়গা থেকে দুজনকে বিহারে কাজের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল।দুজনের মধ্যে এক নাবালিকা ছিল। তাকে আগেই উদ্ধার করেছে পুলিশ। এবার উদ্ধার করলো বছর কুড়ির ওই যুবতীকে।বুধবার দুপুর ১২ টা নাগাদ ডেবরা থানা থেকে মেদিনীপুর আদালতের উদ্দেশ্যে রওনা হয় ডেবরা থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Bengal News: দেড় লক্ষ টাকায় বিক্রি হয়েছিল ডেবরার যুবতী, তারপর যা ঘটল, অভাবনীয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল