বুধবার সকাল ৯ টা নাগাদ ডেবরা থানায় উপস্থিত হন তারা। আজই উদ্ধার হওয়া যুবতীকে আজই তোলা হবে আদালতে।নেওয়া হবে গোপন জবানবন্দি।বিহারে জোর পূর্বক এক ব্যাক্তি বিয়ে করে রেখেছিল ওই যুবতীকে। অবশেষে পুলিশের তৎপরতায় নিজের বাড়ি ফিরতে চলেছে ওই যুবতী।গত বছরের অক্টোবর মাসের ২০ তারিখ ঘটনা ঘটার পরেই ৩০ তারিখ ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়।
advertisement
আরও পড়ুন: বাগুইআটিতে জোড়া নাবালক খুন, গোপন বয়ান রেকর্ড রাজসাক্ষী দিব্যেন্দুর!
আরও পড়ুন: পাখির চোখ অভিষেকের, নজর মমতারও! মেঘালয়ে এবার তুমুল চমক তৃণমূলের?
অভিযোগের তদন্তে নেমে দম্পতির একজন পারুল সিংহকে গ্রেফতার করে পুলিশ।অপরদিকে তার স্বামী পলাতক। পুলিশ সুত্রে খবর ওই দম্পতি ডেবরার দুটি জায়গা থেকে দুজনকে বিহারে কাজের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল।দুজনের মধ্যে এক নাবালিকা ছিল। তাকে আগেই উদ্ধার করেছে পুলিশ। এবার উদ্ধার করলো বছর কুড়ির ওই যুবতীকে।বুধবার দুপুর ১২ টা নাগাদ ডেবরা থানা থেকে মেদিনীপুর আদালতের উদ্দেশ্যে রওনা হয় ডেবরা থানার পুলিশ।