বারাসাত: বাগুইআটি জোড়া নাবালক খুনের ঘটনায় রাজস্বাক্ষী দিব্যেন্দু দাসের আবেদনের ভিত্তিতে গোপন জবানবন্দি রেকর্ড করা হল বারাসাত আদালতে। ফোর্থ এডিজে কোর্টে চলা এই মামলায় গোপন জবানবন্দি দেওয়ার আবেদন জানান রাজসাক্ষী হতে চাওয়া দিব্যেন্দু। গোপন জবানবন্দী নেওয়ার ক্ষেত্রে অভিযুক্তকে ২৪ ঘন্টা সম্পূর্ণ আলাদা থাকার নির্দেশ দেন আদালত। এই সময়ের মধ্যে কোন পক্ষের সঙ্গে অভিযুক্তের যোগাযোগ বা কথোপকথন যাতে না হয়, সেজন্য পুলিশ তাকে আলাদা প্রোটেকশনে রাখে।
মাঝে একদিন বয়ান রেকর্ড করার কথা থাকলেও কোন কারনে তা না হওয়ায় এদিন ফের আদালতে হাজির করা হয় অভিযুক্তকে। অবশেষে, জোড়া খুন মামলায় এদিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নেওয়া হয় গোপন জবানবন্দী। ফলে দ্রুত নিষ্পত্তি হবে বাগুইআটি নাবালক জোড়া খুনের বলেই মনে করছেন পাবলিক প্রসিকিউটর।
২০২২-এর ২৪ আগস্ট বাগুইহাটি দুই নাবালকে গাড়ি করে অপহরণ করে নিয়ে গিয়ে, গাড়ির মধ্যে খুন করে বসিরহাটে ফেলে রাখে দুষ্কৃতীরা। মেরে দেওয়ার পর অতনুর বাবাকে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবিও করেছিল তারা। বেশ কিছুদিন নিখোঁজ হয়ে যাওয়ার পর বসিরহাট থানা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল অতনু ও অভিষেকের।
ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। এতটাই, সেনসিটিভ কেস হয়ে ওঠে যে এই ঘটনাটি আলাদা করে সিআইডি তদন্ত করতে শুরু করে বলেও জানা গিয়েছে। এই খুনের ঘটনায় তদন্তে নেমে মোট ছয় জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দিব্যেন্দু দাস রাজসাক্ষী হওয়ায়, বিচার প্রক্রিয়া এখন কোন পথে এগোয় তাই দেখতে চাইছেন নিহতদের পরিবার সহ আত্মীয়-স্বজন এলাকাবাসী সকলেই।