Tripura Election 2023 Result: ধনপুর আসনে পরিবর্তন না প্রত্যাবর্তন? মানিক সরকারের আসন ঘিরেই বড় জল্পনা

Last Updated:

Tripura Election 2023 Result: এই ধনপুর থেকেই বরাবর জিতে এসেছেন মানিক সরকার৷ ত্রিপুরার ধনপুর বিধানসভা আসন৷ রাজনৈতিক মহলের মতে, ত্রিপুরার এই আসন বাংলার সাতগাছিয়া বিধানসভা আসনের মতো৷

সব নজর ধনপুরে!
সব নজর ধনপুরে!
কলকাতা: পরিচয় 'ত্রিপুরার দিদি' হিসেবে৷ বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী৷ বিধানসভা ভোটে সেই প্রতিমা ভৌমিককে ধনপুর আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। আজ নির্বাচনের ফল ঘোষণার দিনে সকলের নজর থাকবে এই আসন ঘিরে। ধনপুর আসনে পরিবর্তন না প্রত্যাবর্তন সকলের নজর রয়েছে।
এই ধনপুর থেকেই বরাবর জিতে এসেছেন মানিক সরকার৷ ত্রিপুরার ধনপুর বিধানসভা আসন৷ রাজনৈতিক মহলের মতে, ত্রিপুরার এই আসন বাংলার সাতগাছিয়া বিধানসভা আসনের মতো৷ যেখানে একদা লড়াই করতেন জ্যোতি বসু৷ সেই আসন আর বামেদের পাশে নেই ২০০১ সাল থেকে৷ বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও সাতগাছিয়া বিধানসভা থেকে আর ভোটে লড়েননি৷ সেই থেকেই ওই আসনে হেরে যাওয়া শুরু বামেদের। অনেকেই বলছেন মানিক সরকার, ভোটে না দাঁড়ানোয়, ত্রিপুরার এই আসনও বামেদের হাতছাড়া হতে পারে বামেদের।
advertisement
advertisement
সেই উত্তর মিলবে আর কিছু সময়ের পরেই। ধনপুর আসনের বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জানিয়েছেন,  'এত বছর ধরে বামেরা এখানে জিতে আসছে। যদিও উন্নয়নের কাজ এখানে কিছুই হয়নি৷ না সড়ক, না স্বাস্থ্য, না শিক্ষা। আমি সাংসদ হবার পরে এখানে মেয়েদের স্কুল সহ  বিদ্যালয় তৈরি করেছি।এমন কি, চালু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।'ত্রিপুরায় যখন বিজেপির সাংগঠনিক দক্ষতা ছিল না, সেই সময় থেকে পদ্ম শিবিরে আছেন প্রতিমা ভৌমিক। সংগঠনের একাধিক গুরুদায়িত্ব সামলেছেন। বিশেষ করে মহিলা সংগঠনে তাঁর কাজ গুরুত্বপূর্ণ ছিল। আর তখন থেকেই তিনি পরিচিত ত্রিপুরার দিদি হিসাবে।প্রতিমা ভৌমিক বলছেন, 'আমি জনপ্রতিনিধি হিসেবে মহিলাদের শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। আমি চাই মেয়েদের জন্য একটা কলেজ তৈরি করতে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্র দরকার।'
advertisement
প্রতিমা ভৌমিক ত্রিপুরা থেকে নির্বাচিত প্রথম কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁকে বিধানসভা ভোটে প্রার্থী করায় অনেকের মধ্যেই প্রশ্ন, তাহলে কি আগামী দিনে তিনি আরও বড় কোনও গুরুদায়িত্ব পেতে চলেছেন?
প্রতিমা ভৌমিক অবশ্য বলছেন, 'দল যা দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্ব পালন করব৷ আমি দলের সৈনিক।' বাংলার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল, 'বাংলা  নিজের মেয়েকেই চায়।' ত্রিপুরা বিধানসভা ভোটে একটি কেন্দ্রে প্রচারের ট্যাগলাইন হয়ে উঠেছে, 'ধনপুর তার নিজের মেয়েকেই চায়।' উত্তর মিলবে আজ দুপুরেই।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Election 2023 Result: ধনপুর আসনে পরিবর্তন না প্রত্যাবর্তন? মানিক সরকারের আসন ঘিরেই বড় জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement