Tripura Election Result 2023: বিজেপির মুখ রক্ষা করার দায়িত্ব তাঁর কাধেই, শান্ত-নিশ্চিন্ত মানিক সাহা
- Written by:ABIR GHOSHAL
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বড়দোয়ালী কেন্দ্রে কঠিন লড়াই কংগ্রেসের আশিস সাহার সঙ্গে।
আবীর ঘোষাল, আগরতলা: মুখমন্ডলের ডাক্তার। তাকেই ত্রিপুরায় মুখ করে কার্যত ভোটের প্রচার করেছে বিজেপি। নির্বাচনের আগে থেকেই প্রচারে উঠে এসেছে পোস্টার-ব্যানারে নরেন্দ্র মোদি-মানিক সাহার সরকার। সেই মানিক সাহা ম্যাজিক দেখাবেন বলেই জল্পনা রাজনৈতিক মহলের।
১৬ তারিখ সকাল সকালই ভোট দিতে গিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর ফল ঘোষণার আগের দিন, নিজের কেন্দ্রের বুথ কর্মীদের সঙ্গে নিয়ে মিটিং করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
Tripura Election Result 2023 Live : ত্রিপুরায় বাম-কংগ্রেসকে পিছনে ফেলে এগোচ্ছে বিজেপি, মেঘালয়ে দারুণ ফলের ইঙ্গিত তৃণমূলের!
এবারে টাউন বড়দোয়ালী কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। সেখানে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মানিক সাহার। তাঁকে ঘিরে দলের আশা অনেকটাই বেশি। মানিক সাহার বিপরীতে যার সঙ্গে মূল লড়াই হতে চলেছে তিনি হলেন বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরা আশিস কুমার সাহার। ফলে এই কেন্দ্রে মানিক সাহাকে নিয়ে বিজেপির প্রেস্টিজ ফাইট ! গত বছরেই বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রে মানিক সাহা জয়ী হন ৷ হারিয়ে দেন কংগ্রেস প্রার্থী আশিস সাহাকে ৷ যদিও এবার বাম-কংগ্রেস জোট হয়েছে ৷ ফলে বিজেপির বিরুদ্ধে লড়াই কঠিন হয়েছে বলে মানছেন অনেকেই। তবে নিজের কেন্দ্রে জয় নিয়ে তিনি ভীষণ আশাবাদী ৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছিলেন, ‘‘ভোট দিয়ে খুব ভাল লাগছে। জনসাধারণের কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি এটাই অনেক। অন্যান্যবার এতটা আনন্দ হয় না। নির্বাচনে জিতে সরকার গঠন হয়ে, মানুষের জন্য কাজ করব। তাঁদের কী সে ভাল হয় সেদিকে লক্ষ্য রাখব। উন্নয়ন করব।’’ একইসঙ্গে আজ গোটা রাজ্যের নির্বাচন ফলপ্রকাশের পরে যাতে সুষ্ঠ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেদিকেও নজর রাখা হবে বলে জানান তিনি।
advertisement
বৃহস্পতিবার নির্বাচনী ফল ঘোষণার আগে কেন্দ্রে যাওয়ার আগে আগরতলার লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। এরপর উমাকান্ত অ্যাকাডেমিতে টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানিক সাহা পৌঁছে যাবেন।
advertisement
রাজনৈতিক মহলের মতে, বিজেপির মুখের চিকিৎসা, মুখমন্ডলের চিকিৎসক করিয়েছেন। তবে রোগী কেমন থাকল সেটা জানা যাবে আজকেই।
লাইভ আপডেট পান ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 | Tripura Election Result 2023 এখানে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
Mar 02, 2023 7:47 AM IST








