Meghalaya Assembly Election Results 2023: মেঘালয়ে খাতা খুলবে তৃণমূল? আজই শিলংয়ে বিধায়কদের নিয়ে বড় পরিকল্পনা অভিষেকের
- Published by:Raima Chakraborty
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Meghalaya Assembly Election Results 2023: মেঘালয় বিধানসভা নির্বাচনে ৫৬টি আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে। মেঘালয়ে সরকার গঠন করবে তৃণমূল, দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শিলং: ২০২৪-এর জাতীয় রাজনীতিতে কি মেঘালয় বিধানসভা নির্বাচন থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে তৃণমূল কংগ্রেস? আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই গোটা বিষয়টি স্পষ্ট হবে। মেঘালয় বিধানসভা নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? আপাতত সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে। মুকুল সাংমা-র নেতৃত্বে একাধিক নেতা তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছে। মেঘালয় ক্ষমতা বেড়েছে তৃণমূল কংগ্রেসের।
Tripura Election Result 2023 Live : ত্রিপুরায় বাম-কংগ্রেসকে পিছনে ফেলে এগোচ্ছে বিজেপি, মেঘালয়ে দারুণ ফলের ইঙ্গিত তৃণমূলের!
মুকুল সাংমাকে মুখ্যমন্ত্রী মুখ করে তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মেঘালয়ের একাধিক জেলায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা বেড়েছে তেমনটাই দাবি করছে তৃণমূলে শীর্ষ নেতৃত্ব। আর তাকে মাথায় রেখেই ৫৬ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে মুকুল সাংমা নিজেই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়াতে একাধিক সভা করেছেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: নজর তিন রাজ্যের ভোটের ফলাফলে, ত্রিপুরায় গেরুয়া ঝড় না ত্রিশঙ্কু? দেখুন লাইভ আপডেট
মেঘালয় বিভিন্ন প্রান্তে সভা করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস মেঘালয় সরকার গঠন করবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এক্সিট পোল অন্য কথা বলছে। তবে এক্সিট পোলের সমীক্ষায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, নির্বাচনের গণনা দিনই মেঘালয় পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ী বিধায়কদের সংবর্ধনা জানানোর পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়ে মেঘালয় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে?
advertisement
advertisement
আরও পড়ুন: সকাল ৮টা থেকে শুরু হবে ত্রিপুরায় ভোট গণনা, কড়া নিরাপত্তা গোটা রাজ্যজুড়েই
নির্বাচনের ফলাফল বেরনোর পর তাও স্পষ্ট ভাবে জানাবেন তিনি। সূত্রের খবর এদিন দুপুরেই শিলং এয়ারপোর্টে নামবেন তিনি। নেমে সরাসরি তৃণমূলের পার্টি অফিসে যাবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই তৃণমূলের দিকে কটা আসনের পাল্লা ভারী সেই ট্রেন্ড অবশ্য স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, মেঘালয়ের শিলং-এর তৃণমূলের পার্টি অফিসে জয়ী বিধায়কদের দুপুরের পর থেকেই আসতে বলা হয়েছে বলেই সূত্রের খবর। এদিন দুপুরেই মেঘালয় পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
লাইভ আপডেট পান ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 | Tripura Election Result 2023 এখানে
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 8:00 AM IST