পরের ১০০-টি (১০১-২০০) কলেজকে দুই ভাগে করা হয়, যথাক্রমে- ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকা শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৫১ থেকে ২০০'র মধ্যে থাক প্রতিষ্ঠান। এই NIRF Ranking-এ সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সেরা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা কলেজ, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান- প্রভৃতি বিভাগ গুলিতে শ্রেষ্ঠত্বের বিচার করা হয়। এবার (২০২২), উৎকর্ষতা বা শ্রেষ্ঠত্বের নিরীখে 'সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান' এর স্বীকৃতি পেয়েছে, মাদ্রাজ আইআইটি (IIT Madras)। দেশের 'সেরা বিশ্ববিদ্যালয়'-এর তকমা পেয়েছে, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC Bengaluru), 'সেরা কলেজ'-এর তকমা পেয়েছে দিল্লির মিরান্ডা কলেজ এবং সেরা 'ইঞ্জিনিয়ারিং কলেজ'-ও নির্বাচিত হয়েছে আইআইটি মাদ্রাজ (IIT Madras)।
advertisement
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে উদযাপিত বন মহোৎসব
এদিকে, এই প্রথম রাজ্যের সাতটি কলেজ 'সেরা ১০০' কলেজের তালিকায় স্থান পেয়েছে। গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজ্যের পাঁচটি কলেজ প্রথম একশোয় জায়গা করে নিয়েছিল। এবার, সেই তালিকায় ঢুকে পড়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ এবং রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। এবারও, রাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করেছে, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। ৬৯.৫৪ স্কোরের সুবাদে অষ্টম স্থানে আছে। এছাড়া, অন্য চারটি কলেজের তিনটি-ই হল, রামকৃষ্ণ মিশনের অধীন।
আরও পড়ুনঃ 'সবুজের অঙ্গীকার'! মেদিনীপুরে অরণ্য সপ্তাহে রোপন ২০ লক্ষ গাছের চারা
এগুলি হল যথাক্রমে- রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়, ৯); রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া, ১৩); রামকৃষ্ণ মিশন রেসিডেনসিয়াল কলেজ (কলকাতা, ১৯)। এছাড়াও, গতবারের মতো এবারও প্রথম একশোয় আছে বেথুন কলেজ (কলকাতা, ৭৪)। অন্যদিকে, দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চতুর্থ স্থানে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং অষ্টম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবারের মতো এবারও দেশের সেরা ২০০-টি কলেজের তালিকায় জায়গা করে নিয়েছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
Partha Mukherjee