ভারত জাকাত মাঝি পারগানা মহলের মূলত দাবি রয়েছে, তাদের যে দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপাহাড়ি থানার পুলিশ, তাদের অতি শীঘ্রই মুক্তি দিতে হবে, এবং মারামারি ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করতে হবে। তা যদি না হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর কর্মীরা।
আরও পড়ুনঃ মানুষকে অপরাধমূলক কাজ থেকে সরিয়ে কর্মসংস্থানের দিশা ঝাড়গ্রাম পুলিশের
advertisement
সোমবার বেলপাহাড়ি থানায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসুচি পালন করার পাশাপাশি থানা এলাকায় একটি প্রতিবাদ মিছিলও করে ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, বেলপাহাড়িতে একটি পুকুর ব্যবহার করাকে কেন্দ্র করে একাংশ গ্রামবাসীদের সঙ্গে বচসা শুরু হয় সংগঠনের কর্মীদের। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হলে বচসা থেকে দুপক্ষের মধ্যে মারামারি হয়।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
July 26, 2022 2:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: ভারত জাকাত মাঝি পারগানা মহলের দুই কর্মীর মুক্তির দাবিতে থানা ঘেরাও