Paschim Medinipur: মানুষকে অপরাধমূলক কাজ থেকে সরিয়ে কর্মসংস্থানের দিশা ঝাড়গ্রাম পুলিশের

Last Updated:

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের পাতিনাতে সৃজন নামে একটি কমিউনিটি সেন্টারের উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিত সিনহা।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের পাতিনাতে সৃজন নামে একটি কমিউনিটি সেন্টারের উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিত সিনহা। এলাকার মানুষকে ক্ষুদ্র অপরাধ এবং অবৈধ মদ ব্যবসা থেকে দুরে সরিয়ে স্ব-কর্মসংস্থানের একটি বিকল্প ব্যবস্থায় উৎসাহিত করতে এই উদ্যোগ।মাহিলা পুরুষদের স্বনির্ভর করে গড়ে তুলতে উদ্যোগ গ্রহন করেছে ঝাড়্গ্রাম জেলা পুলিশ। তাদের বিকল্প আয়ের উৎস দেখাচ্ছে পুলিশ। মাসরুম চাষ থেকে মাসে একটা ভালো রোজগারের সুযোগ করার লক্ষে বিশেষ প্রকল্প করছে পুলিশ। কলকাতা সহ বিভিন্ন বড় বাজারে মাসরুমের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সেই তুলনায় সরবরাহ নেই। আর এই জায়গা থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশ নেশা মুক্তি ও চোলাই কারবার রুখতে স্বনির্ভর করার লক্ষে মাসরুম চাষের পরিকল্পনা নিলো। যেখানে নয়াগ্রাম পুলিশের অধীনে ১০ জন নিযুক্ত থাকবেন, গোপীবল্লবপুরের পুলিশের অধীনে ১৬ নিযুক্ত থাকবেন এই প্রকল্প দেখভালের জন্য ।
প্রতিটি অঞ্চলের অধীনে দুটি করে কেন্দ্র চালু করা হয়েছে যেখানে ২৬ জন লোক নিয়োগ করা হবে। শুক্রবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে নয়াগ্রাম ব্লকের পাতিনাতে পাইলট প্রোজেক্ট হিসেবে মাসরুম চাষের কেন্দ্র অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল। জেলা পুলিশের পক্ষ থেকে এর পোশাকি নাম দেওয়া হয়েছে \"সৃজন\"
আরও পড়ুনঃ মাওবাদী নামে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপীবল্লভপুর এক ব্লকে দুটি এবং নয়াগ্রাম ব্লকে পাতিনা ও ভেলাইঘাটিতে দুটি করে চারটি এই ধরনের চাষের কেন্দ্র চালু হয়েছে। মুলত এলাকার মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মোট ছাব্বিশটি পরিবার এই চাষে যুক্ত হয়েছে যা পুলিশ সুত্রে জানা গেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে বদলী হলেন পশ্চিম মেদিনীপুরের CMOH
কম সময়ে এই চাষে মাসে সাত থেকে আট হাজার টাকা আয় হবে। এর ফলে চোলাই ব্যবসার সাথে যুক্ত পরিবার গুলি সমাজের মূল স্রোতে ফিরে আসবে। কম পুঁজিতে উচ্চ ফলন তাদের সারা বছর বিকল্প আয়ের মুখ দেখাতে সাহায্য করবে বলে জেলা পুলিশের আশা।
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: মানুষকে অপরাধমূলক কাজ থেকে সরিয়ে কর্মসংস্থানের দিশা ঝাড়গ্রাম পুলিশের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement