অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চা কেন্দ্র ও সংগ্রহশালার অধিকর্তা অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানের প্রথমার্ধের পৌরহিত্য করেছেন কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক তপন কুমার দে এবং বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জয়ন্ত কিশোর নন্দী। সেমিনারের প্রথমার্ধ সমাপ্ত হয় নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক শোভাঞ্জন সরকারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে।
advertisement
আরও পড়ুনঃ মেদিনীপুর পুর এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে সুস্বাস্থ্য কেন্দ্র
সেমিনারের দ্বিতীয়ার্ধে ছিল আদিবাসী বিষয়ক বেশ কয়েকটি মনোজ্ঞ আলোচনা। বিশেষ লেকচার দেন অধ্যাপক এ বি ওটা (আইএএস, অধিকর্তা SCSTRTI ওড়িশা সরকার), এবং অধ্যাপক আর পি মিত্র (নৃতত্ত্ব বিভাগ, দিল্লী বিশ্ববিদ্যালয়) । আমন্ত্রিত বক্তব্য রাখেন অধ্যাপিকা নিলাঞ্জনা দাস চ্যাটার্জী, ডঃ শিউলি দত্ত, ডঃ দুলি হেম্ব্রম ও ডঃ শিমুল রায়।
আরও পড়ুনঃ ধুন্ধুমার কাণ্ড মেদিনীপুরে! নেপথ্যে ইতিহাস বিজড়িত ভবন
পৌরহিত্য করেন অধ্যাপক উজ্জ্বয়ন ভট্টাচার্য এবং অধ্যাপক সেবক কুমার জানা। ভারতের রাজনীতি ও সমাজে ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন আদিবাসীরা, সেই প্রসঙ্গে গভীর বিশ্লেষণ ও ভবিষ্যতের দিশা পেতে এই ধরণের আলোচনাচক্র বিশেষ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা।
Partha Mukherjee